Tollygunj Fire: টলিপাড়ায় প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৮ ইঞ্জিন

Tollygunj_Fire

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কলকাতা। বৃহস্পতিবার সকালে কুদঘাটের (Tollygunj Fire) ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে এক প্রযোজনা সংস্থার গুদামে আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় প্রায় ১৮টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷     

আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত কোনও হতাহতে খবর না থাকলেও, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ গুদামে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। তবে আগুন লাগার সময়ে গোডাউনে কেউ ছিলেন না বলে খবর। ফলে গোডাউনের ভিতর কারও আটকে পড়ার সম্ভাবনা কম।  

দমকলের ৮টি ইঞ্জিন প্রথমে গিয়েছিল। এখন সেটা বেড়ে হয়েছে ১৫টি। জোরকদমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গোডাউনের পাশেই প্রচুর আবাসন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন: মানিকের RK-DD ধাঁধা ঘাম ঝরাচ্ছে গোয়েন্দাদের, রহস্যভেদে ময়দানে ‘ফেলুদা’ শুভেন্দু

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে গোডাউনে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখে দমকলে খবর দেন। অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড শব্দে টিনের শেড ফেটে ভেঙে পড়ে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।   

মুভি সংস্থার গোডাউনে প্রচুর অত্যাধুনিক ও মূল্যবান যন্ত্র, সরঞ্জাম, ক্যামেরা এবং ইলেক্ট্রনিক জিনিস ছিল বলে জানা গিয়েছে। প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।  

এদিকে, গতকাল রাতেই ক্যানিংয়ের (Canning Fire) মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ১০-১২টি দোকান। কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share