BJP Murder: বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেফতার! আজ ময়নায় শুভেন্দু, তফশিলি কমিশন

murder

মাধ্যম নিউজ ডেস্ক: ৭২ ঘণ্টা পর ময়নায় বিজেপি নেতার হত্যাকাণ্ডে (BJP Murder) প্রথম কাউকে গ্রেফতার করা হল। জানা গেছে, ধৃতের নাম মিলন ভৌমিক। তিনি গোড়ামহল এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন বুথ সভাপতি। নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণের পরিবারের পক্ষ থেকে মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। তারমধ্যে ২৬ নম্বরে নাম রয়েছে ধৃতের। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১ মে রাতে পরিবারের সদস্যদের সামনেই তুলে নিয়ে গিয়ে খুন (BJP Murder) করা হয় বাকচা অঞ্চলের বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। পুলিশের বিরুদ্ধে খুনীদের আড়াল করার অভিযোগ তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টা ময়না বন‍্ধের ডাক দেয় বিজেপি। বন‍্‍ধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ময়না। সকাল থেকেই টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে চলতে থাকে বন‍্ধ। সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বন‍্ধের আঁচ ছড়িয়ে পড়ে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে বন‍্‍ধ সমর্থনকারীদের।

আরও পড়ুুন: মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের, রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে

ময়নাতে আজ পদযাত্রা শুভেন্দুর, আসছে কেন্দ্রীয় কমিশন

নিহত বিজেপি নেতার দেহ (BJP Murder) আজ ময়নাতদন্ত করা হবে কলকাতার কমান্ড হাসপাতালে। তারপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপি সূত্রে খবর, দেহ ময়নাতে ফিরলে তা নিয়ে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজই ময়নায় খুন হওয়া বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে আসছে জাতীয় তফশিলি কমিশন। ইতিমধ্যেই বিজেপির তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। 

প্রসঙ্গত, বিগত ৮ দিনে রাজ্যের ৩ বিজেপি নেতা খুনের (BJP Murder) ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যে রাজনৈতিক হিংসা দেখা গেছিল, পঞ্চায়েত ভোটের আগে তারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। বিজেপি নেতৃত্বের মতে, ক্রমশ গ্রাম বাংলায় পায়ের তলায় জমি হারাচ্ছে শাসক দল, তাই সন্ত্রাসের আশ্রয় নিয়ে জনমতকে প্রভাবিত করতে চাইছে তারা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share