Women’s IPL: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

sourav

মাধম্য নিউজ ডেস্ক: দাবি অনেকদিনের। কিন্তু বার বার নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে আশার আলো দেখা গেল। আগামী বছরের শুরুতে মহিলাদের আইপিএল (Women’s IPL)  আয়োজন করতে চেয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিল বিসিসিআই (BCCI)। খুব সম্ভবত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতেই বসবে মহিলাদের আইপিএলের প্রথম আসর। সেই ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথায়। শহরে এক অনুষ্ঠানে, তিনি ভারতীয় মহিলা দলের ভূয়সী প্রশংসা করেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতে নজির গড়েছে। তাই মেয়েদের প্রশংসা শোনা গেল বিসিসিআই সভাপতির মুখে।

আরও পড়ুন: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

প্রসঙ্গত, ২০০৮ সালে শুরু হয়েছিল ভারতীয় প্রিমিয়ার লিগ (Indian Premeire legue)। আইপিএল ভারতীয় ক্রিকেটকে আমূল বদলে দিয়েছে। শুধু আথির্ক দিক থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শক্তিশালী হয়নি, একই সঙ্গে মজবুত হয়েছে ভারতীয় দলের সাপ্লাই লাইন। তাই বিসিসিআই কর্তারা মনে করছেন, আইপিএল শুরু হলে দেশের মহিলা ক্রিকেটেও জোয়ার আসবে।

আরও পড়ুন: ঝুলন সকলের কাছে অনুপ্রেরণা! বঙ্গকন্যাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশগুলিতে পুরুষদের মতো সম্মান পান মহিলা ক্রিকেটাররা। বেতনের ক্ষেত্রেও তেমন কোনও তারতম্য চোখে পড়ে না। তবে এক্ষেত্রে বিসিসিআই ব্যতিক্রমী। বিরাট কোহলি, রোহিত শর্মারা বোর্ডের সঙেগ চুক্তির ফলে যে অর্থ পান, তার থেকে অনেক কম পান স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা। এই বৈষম্য দ্রুত মেটানোর দাবিও তুলেছেন মহিলা ক্রিকেটাররা। কিন্তু তাতে বিসিসিআই কর্তারা কর্ণপাত করেননি। তবে সময় বদলেছে। দেশের মহিলা ক্রিকেটের কাঠামোকে আরও উন্নত করার চেষ্টা শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। এই মরশুম থেকেই শুরু হয়েছে অনুর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। যেখান থেকে বহু ক্রিকেটার আগামী দিনে ভারতীয় মহিলা দলে সুযোগ পাবেন বলে মত প্রাক্তনদের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share