মাধ্যম নিউজ ডেস্ক: ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’- এর ডিরেক্টর জেনারেল (DG) পদে নিযুক্ত হলেন নাল্লাথাম্বি কালাইসেলভি (Nallathamby Kalaiselvi)। এই প্রথম কোনও মহিলা বিজ্ঞানী এই পদে নির্বাচিত হলেন। দেশ জুড়ে মোট ৩৮টি গবেষণা কেন্দ্রের কনসর্টিয়াম সিএসআইআর-এর (CSIR) দায়িত্ব পেলেন তিনি।
Dr N Kalaiselvi has been appointed as the DG, CSIR & Secretary, DSIR.
Hearty congratulations to Dr Kalaiselvi from the CSIR Family.@PMOIndia @DrJitendraSingh @PIB_India @DDNewslive pic.twitter.com/oHIZr9uoMG
— CSIR (@CSIR_IND) August 6, 2022
লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য বিখ্যাত নাল্লাথাম্বি কালাইসেলভি। ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি ইলেক্ট্রোকেমিক্যাল পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে তামিলনাড়ুর কারাইকুড়িতে সিএসআইআর-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছেন।
আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী
নাল্লাথাম্বি কালাইসেলভি, সিএসআইআর-এর ডিজি নির্বাচিত হওয়ার আগে এই পদের দায়িত্ব সামলেছেন শেখর মান্ডে। তিনি এপ্রিলে অবসর নিয়েছেন। তারপর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাচ্ছিলেন জীবপ্রযুক্তি বিভাগের সচির রাজেশ গোখলে। বিজ্ঞানী নাল্লাথাম্বি কালাইসেলভি সিএসআইআর-এর পাশাপাশি ডিপার্টমেন্ট অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর সচিবের দায়িত্বও পালন করবেন। ২০১৯ সালে ফেব্রুয়ারিতে সিএসআইআর-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছিলেন এই নাল্লাথাম্বি কালাইসেলভি।
আরও পড়ুন: জবাব সন্তোষজনক নয়, সোনিয়া-রাহুলকে ফের জেরা করতে পারে ইডি
পরবর্তী অর্ডার না আসা অবধি দুবছরের জন্যে এই পদে বহাল থাকবেন নাল্লাথাম্বি কালাইসেলভি। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
ডাঃ কালাইসেলভির ছোট বেলা তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার একটি ছোট শহর আম্বাসামুদ্রমে কেটেছে। তামিল মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। সেখান থেকেই বিজ্ঞানের প্রতি আকর্ষন জন্মায়। সিএসআইআর – এ এন্ট্রি লেভেল বিজ্ঞানী হিসাবে তিনি তাঁর গবেষণার জীবন শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
Leave a Reply