Karnataka: বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুট! কর্নাটক সৈকতের ছবি পোস্ট নরওয়ের কূটনীতিকের

cycling_route

মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন নরওয়ের প্রাক্তন কূটনীতিবিদ এরিক সোলহাইম। কর্নাটকের উডুপি জেলার সমুদ্রসৈকত সহ একটি রাস্তার ছবি শেয়ার করে তাকে “বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুট” বলে উল্লেখ করেছেন।  এরিক তাঁর ট্যুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায় এবং ৪৭ হাজারের বেশি লাইক আসে। তবে তিনি রাস্তাটির অবস্থান উল্লেখ করেননি।

যদিও নেটিজেনদের মধ্যে অনেকেই বুঝতে পারেন ছবিটি উডুপি জেলার বাইনদুর শহরের নিকটবর্তী মারাভান্থে সৈকতের। এরিক সোলহাইম শুধুমাত্র ছবিটি শেয়ার করেছেন। ছবিটি কিন্তু তুলেছেন ধীনেশ আন্নামালাই নামের এক চিত্রগ্রাহক এবং তিনি তাঁর ইনস্টাগ্রামে প্রথম ছবিটি শেয়ার করেছিলেন।

[tw]


[/tw]

এদিকে, ভারতের প্রশংসা করার জন্য এরিককে ধন্যবাদ জানালেও নেটিজেনদের মধ্যে অনেকেই তাঁর “সাইক্লিং রুট” তত্ত্বকে সমর্থন করেননি। তাঁদের মধ্যে কেউ লিখেছেন, ‘এই রাস্তাটি মোটেই সাইকেল চালানোর জন্য নয়। আমি এখানে দীর্ঘ সময় কাটিয়েছি। এখানে গাড়ি, ট্রাক প্রতি ঘণ্টায় ১০০ কিমি বেগে যাতায়াত করে। এছাড়া এখানে কোনও সাইকেল চালানোর পৃথক লেনও নেই।’ কেউ আবার লিখেছেন, ‘কোনও সন্দেহ নেই যে এটি অত্যন্ত সুন্দর রাস্তা কিন্তু এটি জাতীয় সড়ক। সুতরাং সাইকেল চালানোর কথা না ভাবাই উচিত।’

[tw]


[/tw]

অনেকে এরিক সোলহাইমকে ধন্যবাদ জানিয়েছেন উডুপিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার জন্য। একজন আবার জানিয়েছেন, যাঁরা এটাকে জাতীয় সড়ক বলে উল্লেখ করছেন এবং এই রাস্তা সাইক্লিংয়ের অযোগ্য বলে মত প্রকাশ করেছেন, তাঁদের জানিয়ে রাখি, এটি মারাভান্তে সৈকত নয়। এটা মাল্পল-মাত্তু-কোপ রোড। এই রাস্তাটি অবশ্যই একটি সাইক্লিং রুট।

উপকূলীয় কর্নাটকের একদিকে আরব সাগর ও অন্যদিকে সৌপর্নিকা নদী। আর এখানেই মারাভান্থে সৈকতটি অবস্থিত। বেঙ্গালুরু থেকে ৪২০ ও ম্যাঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত মারাভান্থে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share