মাধ্যম নিউজ ডেস্ক: ক্রীড়া বিনোদন জগতে নক্ষত্রপতন। মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু হল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) এর প্রাক্তন চ্যাম্পিয়ন সারা লির। সারার মৃত্যুর খবর দেন তাঁর মা টেরি লি। ডব্লুডব্লুইর জগতে অত্যন্ত পরিচিত নাম সারার মৃত্যুতে শোকের ছায়া। সারা লির মা টেরি লি সমাজমাধ্যমে লিখেছেন, অত্যন্ত বেদনার সঙ্গে আপনাদের জানাতে চাই, আমাদের খুব প্রিয় সারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা বেদনাহত। এই শোকের মুহূর্তে আমাদের পরিবারের পাশে থাকুন।
কিন্তু ঠিক কী কারণে সারার মৃত্যু হল, তা জানা যায়নি। তাঁর কি অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হল? প্রশ্ন উঠছে।সারার মৃত্যু সংবাদ জানিয়ে টুইট করেছে ডব্লুডব্লুইও।ডব্লুডব্লুই এর অফিসিয়্যাল সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন ‘সারা লির মৃত্যুর খবরে ডব্লুডব্লুই শোকাহত। ‘টাফ এনাফ’-এর প্রাক্তন বিজয়ী হিসেবে লি ক্রীড়া বিনোদন দুনিয়ার সবার কাছেই অনুপ্রেরণা। সারা, তোমার অভাব অনুভূত হবে।
[tw]
WWE is saddened to learn of the passing of Sara Lee. As a former “Tough Enough” winner, Lee served as an inspiration to many in the sports-entertainment world. WWE offers its heartfelt condolences to her family, friends and fans. pic.twitter.com/jtjjnG52n7
— WWE (@WWE) October 7, 2022
[/tw]
২০১৫-য় সারা জিতেছিলেন ডব্লুডব্লুই রিয়্যালিটি প্রতিযোগিতার সিরিজ ‘টাফ এনাফ’। এই প্রতিযোগিতায় জয়লাভ করার পরেই সারার নাম ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে তাঁর ভক্তের সংখ্যা।আচমকা সারার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়মহলে। সারা পরিচিত ছিলেন তাঁর অত্যন্ত হাসিখুশি মেজাজের কারণেও। অন্যের বিপদে সারাকে সব সময়ই পাশে পাওয়া যেত বলেও বলছেন তাঁর গুণমুগ্ধরা।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?
২০১৫-য় সারা ‘টাফ এনাফ’-এর ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন। তার পরের বছর, ২০১৬-য় সারা কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন। অগস্টে ডাবলস ম্যাচেও নেমেছিলেন রিংয়ে। সঙ্গী ছিলেন লিভ মর্গান। তাঁদের মোকাবিলা ছিল আলিয়া ও বিলির বিরুদ্ধে।
শুধু রিংয়েই নয়, সারার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায় পাতায়। তাঁর দেওয়া যে কোনও ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ত চার দিকে। তা নিয়ে চলত আলোচনা, চর্চা। ২০১৭-এর ৩০ ডিসেম্বর বিয়ে করেন সারা। বিয়ে করেন অনেক দিনের সঙ্গী কুস্তিগির ওয়েস্টিন ব্লেক। দু’জনের তিনটি সন্তান আছে।
View this post on Instagram
সারা নিজের সাম্প্রতিক সমাজমাধ্যম পোস্টটি করেছিলেন মৃত্যুর ২৪ ঘণ্টা আগে। সেখানে সারা লিখেছিলেন, ‘শেষ পর্যন্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করে পর পর দু’দিন জিমে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। প্রথম সাইনাস সংক্রমণ আমার জীবনকে বিধ্বস্ত করে ফেলেছিল।’
[insta]
View this post on Instagram
[/insta]
জানা গিয়েছে, মিশিগানের আদি বাসিন্দা সারার সঙ্গে ‘টাফ এনাফ’ প্রতিযোগিতায় নামার জন্য ডব্লুডব্লুইর সঙ্গে আড়াই লক্ষ ডলারের চুক্তি হয়েছিল। কিন্তু পরের বছরই সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন সারা।
Leave a Reply