Militants Killed: অমরনাথ যাত্রার আগেই কাশ্মীরে জোড়া এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

IMAGE_1655777670

মাধ্যম নিউজ ডেস্ক: ফের কাশ্মীরে (Kashmir) জঙ্গি (Terrorist) দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবিরোধী অভিযানে (Anti-Militancy Operation) চলাকালীন মঙ্গলবার কাশ্মীরে ৪ জন জঙ্গিকে খতম করা হয়েছে। গত তিনদিনে মোট ১১ জন জঙ্গিকে নিকেশ করে কাশ্মীর পুলিশ (Kashmir Police)।

পুলিশ সূত্রে জানা যায়, কাশ্মীরের পুলওয়ামার (Pulwama) তুজ্জান গ্রামে সোমবার রাত থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলেছে পুলিশের। তখনই জইশ-ই-মহম্মদের (Jaish-e-Muhammad) দুই জঙ্গিকে মঙ্গলবার সকালে নিকেশ করা হয়। এর মধ্যে একজন ছিলেন মজিদ নাজির ওয়ানি (Majid Nazir Wani, যে ফারুখ আহমেদ (Farooq Ahmed) নামে পুলিশকর্মীর খুনের সঙ্গে জড়িত ছিল। আরেকজন জঙ্গির নাম আবিদ আহমেদ শেখ (Abid Ahmad Sheikh)।

আরও পড়ুন: কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৭ জঙ্গি

অন্য়দিকে, উত্তর কাশ্মীরের সোপোর (Sopore) এলাকায় পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে আরও দুজন জঙ্গিকে খতম করা হয়। এই দুজন জঙ্গি লস্কর-ই-তৈবা (Laskar-e-Taiba) সংগঠনের ও এরা সোপোরের টালিবাল এলাকায় গুলি চালাতে শুরু করলে এনকাউন্টারে এদের মৃত্যু হয়, পুলিশ সূত্রে খবর।

আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। সেই সময় পুণ্যার্থীদের উপরে হামলা চালানো হবে, এমন হুমকি দিয়ে রেখেছে বেশ কিছু জঙ্গি সংগঠন। সেই কারণেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাসেই ২৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়, এর মধ্যে ১১ জনকে গত তিনদিনেই খতম করা হয়। এই বছরে এখনও পর্যন্ত মোট ১১৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে কাশ্মীর পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় উপত্যকায় নিহত পাঁচ জঙ্গি

যদিও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন, এই অভিযানের সঙ্গে অমরনাথ যাত্রার কোনও সম্পর্ক নেই। তাঁদের প্রধান উদ্দেশ্য হল জঙ্গিদের সংখ্যা কমিয়ে সাধারণ মানুষের মন থেকে সন্ত্রাসের আতঙ্ককে সরিয়ে ফেলা। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনাই তাঁদের প্রধান লক্ষ্য। এখনও কাশ্মীর উপত্যকার তিনটি জায়গায় বিদেশের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share