মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ ডিসেম্বর থেকে জি২০ গোষ্ঠীর (G-20 summit) সভাপতিত্ব করতে চলেছে ভারত। ওইদিন ইন্দোনেশিয়ার থেকে গ্রুপের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করা হবে। তার আগে মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের জি-২০ সভাপতিত্বের লোগো, থিম এবং ওয়েবসাইটের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি ওয়োবসাইটও চালু করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন জি২০ প্রেসিডেন্সির মন্ত্র হবে ‘এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যৎ।’
লোগোয় পদ্মের সাতটি পাপড়ি:
ভারতের জি-২০ (G-20 summit) সভাপতিত্বের যে লোগো এদিন প্রকাশ করা হয়েছে, তাতে সাত পাপড়ির একটি পদ্মফুলের ছবি রয়েছে। পদ্মফুল ভারতের জাতীয় ফুল। জি-২০ সভাপতিত্বের লোগোতে পদ্মের উপস্থিতি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, সম্পদের প্রতিনিধিত্বকারী বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। লোগোটির উন্মোচনের সময় প্রধানমন্ত্রী বলেন, “পদ্মের সাতটি পাপড়ি পৃথিবীর সাতটি মহাদেশ এবং সঙ্গীতের সাতটি সুরের প্রতিনিধিত্বকারী। জি-২০ সম্মেলন গোটা বিশ্বকে একত্রিত করবে এই পদ্ম। এই লোগোতে, পদ্ম ফুল ভারতের পৌরাণিক ঐতিহ্য, আমাদের বিশ্বাস, আমাদের বুদ্ধিমত্তাকে চিত্রিত করছে।
The G-20 Summit in India in 2023 will reflect the spirit of वसुधैव कुटुंबकम…One Earth, One Family, One Future! pic.twitter.com/FVEPBOTKev
— Narendra Modi (@narendramodi) November 8, 2022
কী বললেন প্রধানমন্ত্রী:
জি-২০ গোষ্ঠীর (G-20 summit) লোগো উন্মোচনের সময় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জি২০ সভাপতিত্বের লোগো, থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং সর্বাধিক অগ্রাধিকারকে প্রতিফলিত করবে।” লোগো উন্মোচন করার সময় ৬ রকম ভারতীয় ভাষায় সকলকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। হিন্দু দেবী সরস্বতী ও লক্ষ্মীর কথাও এদিন তিনি উল্লেখ করেন। বলেন, ভারতীয় সংস্কৃতিতে, জ্ঞান, ও সমৃদ্ধির দেবী উভয়ই পদ্মের উপর উপবিষ্ট। সে কথা মাথায় রেখেও লোগো তৈরি করা হয়েছে।
The #G20India website is now live.
Visit https://t.co/p6KbgJVGaG for all information about India’s G20 Presidency – calendar, locations, feedback and more. pic.twitter.com/fDQv8CLAGC
— Arindam Bagchi (@MEAIndia) November 8, 2022
বিদেশমন্ত্রকের বক্তব্য:
প্রায় ১ বছর এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতি হিসেবে থাকবে ভারত। গোটা দেশ জুড়ে, ৩২টি বিভিন্ন ক্ষেত্রে ২০০টি সভার আয়োজন করা হবে। এই সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি মেনে তৈরি বিদেশ নীতি, বিশ্ব মঞ্চে ভারতকে নেতৃত্বদানের ভূমিকায় উন্নীত করেছে। ১ ডিসেম্বর থেকে জি-২০’র সভাপতিত্ব করা এই দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জি-২০’(G-20 summit) র সভাপতিত্ব ভারতের সামনে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অবদান রাখার এক অনন্য সুযোগ করে দিয়েছে।”
Leave a Reply