Gangasagar: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের

kjkk

মাধ্যম নিউজ ডেস্ক: রাতভর মাঝনদীতে কাটাতে হলো গঙ্গাসাগরের পুণ্যার্থীদের। ঘন কুয়াশার কারণে গঙ্গাসাগর (Gangasagar) থেকে ফেরার পথে বিপাকে পড়লেন পুণ্যার্থীরা। দিকভ্রষ্ট হয়ে ভেসেল আটকে গেল একেবারে চড়ায়, যার জেড়ে প্রবল শীতে, গাদাগাদি ভিড়ে, কষ্টকর পরিস্থিতিতে আটকে থাকলেন কয়েকশো পুণ্যার্থী। প্রসঙ্গত শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল গঙ্গাসাগরের (Gangasagar) পুণ্যস্নান। ভক্তদের বিশ্বাস মকর সংক্রান্তির পবিত্র তিথিতেই গঙ্গানদী কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিশেছিল। রবিবার সন্ধ্যা পর্যন্ত গঙ্গাসাগরে (Gangasagar) পবিত্র ডুব দেন পুণ্যার্থীরা। রাত থেকেই গঙ্গাসাগর (Gangasagar) ঘন কুয়াশায় ঢেকেছে। বন্ধ হয়ে যায় লঞ্চ ও ভেসেল পরিষেবা। সোমবার সকাল পর্যন্ত বন্ধ পরিষেবা। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন গঙ্গাসাগর ফেরত অসংখ্য পুণ্যার্থী। পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।

আরও পড়ুন: সংবাদমাধ্যমের ওপর কখনও নিষেধাজ্ঞা জারি করেনি বিজেপি সরকার, বললেন রাজনাথ সিং

প্রশাসন কী বলছে

প্রশাসন সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর (Gangasagar) ফেরত যাত্রীদের নিয়ে কাকদ্বীপের ৮ নম্বর লটে আসছিল তিনটি ভেসেল। রাত দশটা নাগাদ যাত্রা শুরু করে ভেসেলগুলি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেগুলি মুড়িগঙ্গা নদীতে পথ হারিয়ে ফেলে এবং ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ায় আটকে পড়ে এগুলি। গভীর রাতে ভেসেলের সন্ধান পায় প্রশাসন।

আরও পড়ুন: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েই আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর

একটি ভেসেল ৮ নম্বর লটে ফিরতে পারলেও বাকি দুটি নাকি আটকে গেছে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, ভাটা থাকায় ভেসেলগুলি আর জলে ভাসতেও পারেনি। জোয়ার না আসা পর্যন্ত ভেসেল গুলিকে এভাবেই থাকতে হবে। জানা যাচ্ছে দুটি ভেসেলে ৫০০ এর উপর যাত্রী রয়েছে এবং সারারাত মাঝ নদীতেই তারা আটকে ছিল।

আরও পড়ুন: অ্যামাজন ভারতে ১০০০ কর্মী ছাঁটাই! অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মীরা

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share