World Record: মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গড়লেন বিশ্ব রেকর্ড! গিনেস বুকে নাম লেখালেন গ্রিসের হেয়ারড্রেসার

hair

মাধ্যম নিউজ ডেস্ক: হেয়ারকাট আপনার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে। ফলে এটিও একটি শিল্প। একটি ভালো হেয়ারকাট করতেও অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন। ফলে হেয়ার কাট বা চুল কাটা যাতে মন পছন্দ মত হয়, তার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পার্লারে। এখন তো আবার হেয়ার কাটের জন্য অ্যাপয়েন্টমেন্টও নিতে হয়। অনেকে আবার ১-২ ঘণ্টা ধরে চুল কাটানোর পরেও তাদের হেয়ার কাট পছন্দ হয় না। কিন্তু এবারে দেখা গিয়েছে, মাত্র ৪৭ সেকেন্ডে চুল কাটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম লিখিয়ে নিলেন এক গ্রিক হেয়ারড্রেসার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ে চুল কাটিয়ে আপনার কি পছন্দ হবে?

আরও পড়ুন: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

গ্রিসের এথেন্সের কনস্টান্টিনোস কৌতুপিস (Konstantinos Koutoupis) নামে এক হেয়ারড্রেসার মাত্র ৪৭ সেকেন্ডে দ্রুততম চুল কেটে রেকর্ড গড়ে তুললেন। মিস্টার কৌতুপিস একটি ট্রিমার দিয়ে এই দ্রুততম চুল কাটার রেকর্ড করেছেন। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে। যদিও এই ভিডিওটি পাঁচ বছর পুরোনো, অর্থাৎ ২০১৭ সালের, কিন্তু এখন ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এই ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। আর এই কাণ্ড দেখেই অবাক সেখানে উপস্থিত থাাকা সবাই। 

আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।  

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share