মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী পিচে প্রথমবার নেমেই জামনগর উত্তর কেন্দ্রে দুর্দান্ত জয় পেলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। ৩ বছর আগে বিজেপিতে যোগ দেন রবীন্দ্র পত্নী রিভাবা। প্রথমবার ভোটে দাঁড়িয়েই ৮৩ হাজার ভোট পেলেন জামনগর উত্তরের বিজেপি প্রার্থী। গুজরাট নির্বাচনের ফল বেরনোর আগেই রোড শো শুরু করলেন রিভাবা জাদেজা।
বড় জয় রিভাবার
ভোটে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর এদিন সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘যারা আনন্দিত হয়ে আমাকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছেন, আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে পৌঁছে গিয়েছেন আমারা বার্তা নিয়ে – আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা শুধু আমার নয়, আমাদের সবার জয়।’ প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন পরিবারে নিকটাত্মীয়রাই। কেন পরিবারের বিরুদ্ধ মতাদর্শের দলে যোগদান করেছেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। সমস্ত সমস্যা আর সমালোচনাকে বাউন্ডারির বাইরে ফেলে দিলেন তিনি। প্রথম থেকেই রিভাবার স্পষ্ট কথা ছিল, এটা আদর্শের লড়াই। পরিবারের মধ্যে কোনও বিভাজন নেই। যেই দলকে যে সমর্থন করে তাঁর হয়ে সে প্রচার করছে। পাশাপাশি তিনি ধারাবাহিক ভাবে এও বলে এসেছেন যে রবীন্দ্র জাদেজা তাঁর সঙ্গেই রয়েছেন।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা এর আগে রাজস্থানে কর্নি সেনার হয়ে কাজ করেছেন। তবে এই প্রথম সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু হবে রিভাবার।
#GujaratAssemblyPolls | BJP candidate from Jamnagar North, Rivaba Jadeja holds a roadshow in Jamnagar, along with her husband and cricketer Ravindra Jadeja.
As per official EC trends, she is leading with a margin of 50,456 votes over AAP candidate Karshanbhai Karmur. pic.twitter.com/TgnDKGJB9Z
— ANI (@ANI) December 8, 2022
জামনগর বিধানসভা এলাকায় নাগরিকদের মধ্যে একাধিক কাজ করেন রিভাবা। তাঁর কাজে খুশি হয়েই বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election) তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি। এই কেন্দ্রের বিধায়ক ধর্মেন্দ্রসিং জাদেজাকে সরিয়ে রিভাবাকে প্রার্থী করা হয়। ভোটে নিকটতম প্রার্থী কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজাকে তিনি ৪০,৯৬৩ ভোটের বড় ব্যবধানে পরাস্ত করলেন। তবে, গণনার শুরুতে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন তিনি। জামনগর উত্তর বিধানসভার নির্বাচনে আপের কর্ষণভাই কামরুর এবং কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজার পিছনে তিন নম্বরে ছিলেন তিনি। তবে, ঠিক এমএস ধোনি স্টাইলে ‘ফিনিশ’ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা রিভাবা।
আরও পড়ুন: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি
Leave a Reply