Virat – Anushka: বৃষ্টির দিনে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন বিরুষ্কা, কিন্তু চললেন কোথায়?

collage-of-2_4-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বৃষ্টির দিনে এমনভাবেই উপভোগ করতে দেখা গেল বিরুষ্কা-কে। তবে এভাবে হঠাৎ স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন আর কোথায় যাচ্ছেন সেই নিয়েই তাঁদের অনুরাগীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্কুটিতে যাওয়ার সময় দুজনেই পরেছিলেন কালো রংয়ের হেলমেট। তবুও তাদের চিনে নিতে অসুবিধা হয়নি কারোরই। কেউ কেউ আবার তাঁদের চিনতে পেরে ভিডিয়ো তুলে নেন এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

[insta]https://www.instagram.com/reel/ChezQzZK_cg/?utm_source=ig_web_copy_link[/insta]

বিরাট পরেছিলেন সবুজ রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ড। অন্যদিকে বলি অভিনেত্রী অনুষ্কার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ড। স্কুটিতে বিরাটকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে। তাঁরা কোথায় যাচ্ছিলেন পরে সেই ঘটনা জানা যায়। জানা যায়, বিরাট এবং অনুষ্কা একটি বিজ্ঞাপন ফটোশুটের জন্য বেরিয়েছিলেন। সেই সময়ে তাঁরা মুম্বইয়ের বর্ষাকালকে উপভোগ করতে স্কুটিতে করে স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন। আবার সঙ্গে নিয়েছিলেন ছাতাও। প্রিয় মানুষের সঙ্গে কেই না ‘কোয়ালিটি টাইম’ স্পেন্ড করতে চায় না, ফলে এভাবেই বিরাট অনুষ্কা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করতে স্কুটিতেই বেরিয়ে পড়লেন।

আরও পড়ুন: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

বলিউড ও ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হল বিরাট অনুষ্কা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাঁদের ছবি শেয়ার করেন। কিছুদিন আগেই একই রকমের জামা পরে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আবার তাঁদের গতকাল এই ভাইরাল ভিডিওতে একসঙ্গে দেখা গেল।

[insta]https://www.instagram.com/p/Cg1JEDzMsAr/?utm_source=ig_web_copy_link[/insta]

প্রসঙ্গত, আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর আগামী ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করতে চলেছেন বিরাটরা। অন্যদিকে অনুষ্কাও তাঁর আসন্ন ছবি ‘চাকদা  এক্সপ্রেস’ (Chakda Xpress) ছবির জন্য ব্যস্ত আছেন। এই ছবি আগামী বছরের ফেব্রুয়ারী মাসে মুক্তি পেতে চলেছে। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share