HSS: আমেরিকাতে ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের যুবক

jdfd

মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিশ্বব্যাপী শাখা হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘ (HSS) নামে পরিচিত। আমেরিকাতে এই হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  এক তরুণ সে দেশের ‘মার্টিন লুথার কিং ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সেবামূলক কাজের জন্য। ওই যুবকের হাতে এই পুরস্কার তুলে দেন  অঔরা শহরের মেয়র রিচার্ড আরভিন। ফি বছর এই পুরস্কার সাধারণত দেওয়া হয় সেবামূলক বিভিন্ন কাজের জন্য। 
 সূত্র মারফত জানা যাচ্ছে যে হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  এই যুবক নিজে উদ্যোগ নিয়ে সড়ক ঝাঁট দিতেন,  ছাত্রদের নৈতিক শিক্ষাদান সমেত আরও বিভিন্ন সেবামূলক কাজ করতেন ওই যুবক।  ২০২২ সালে তাঁর এই কাজের মার্টিন লুথার কিং পুরস্কার কমিটি তাঁর নাম মনোনীত করে।

কী বললেন হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  মুখপাত্র

প্রসঙ্গত, এবছর হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  সদস্যরা ক্যালিফোর্নিয়াতে মার্টিন লুথার কিং এর জন্মদিন পালন করেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের। সমাজের বিশিষ্টজনরাও হাজির ছিলেন ওই অনুষ্ঠানে। প্রতিবছর ১৬ জানুয়ারি সে দেশে মার্টিন লুথার কিং দিবস পালন করা হয়। হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  পক্ষ থেকে জে আর সান্দাবি বিশেষ আমন্ত্রিত অতিথি রূপে হাজির ছিলেন ‘ইন্ডিয়ানা খ্রিস্টান লিডারশিপ কনফারেন্সে’। ৫৪তম মার্টিন লুথার কিং দিবসে ইন্ডিয়ানা পলিসের সেন্ট জনস মিশনারি ব্যাকটিস চার্চে এই অনুষ্ঠান হয়।

আমেরিকার হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  সান্দাদি এই অনুষ্ঠানে বলেন, বিশ্বাসই হল একমাত্র বস্তু যা কঠিন সময়ে পথ বাছতে সাহায্য করে এবং মার্টিন লুথার কিং এর প্রেরণা শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি বছরের সবসময়ের জন্য কার্যকরী হবে। যাঁরা সমাজের জন্য কিছু করতে চান, দেশের জন্য কিছু করতে চান তাঁদের জন্য মার্টিন লুথার কিং প্রেরণা।

প্রসঙ্গত, আমেরিকাতে  হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সাল থেকে। সেদেশের বিভিন্ন প্রদেশে বর্তমানে ছড়িয়ে পড়েছে এই সংগঠন। স্বচ্ছতা অভিযান হোক অথবা স্বাস্থ্য সচেতনতা শিবির এসব কিছুই চলছে হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  ব্যানারে। জানা গেছে, করোনার সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক সেবাকাজ করেছিল এই সংগঠন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share