India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

F77mLSpbEAA2TKd

মাধ্যম নিউজ ডেস্ক: বুমরাহ, কুলদীপ, জাদেজার দুরন্ত বোলিং। স্কোরবোর্ডে অজিদের বিরুদ্ধে জয়ের জন্য দরকার মাত্র ২০০ রান। চিপকে চলছে আনন্দ উৎসব। হঠাতই স্তব্ধ চিপক। প্রথম ২ ওভারে ২ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।  সেখান থেকেই শুরু বিরাট-রাজ। সঙ্গে ধীর স্থির লোকেশ রাহুল। ফের যেন গেল গেল রব। ব্যক্তিগত ১২ রানের মাথায় হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দিলেন বিরাট। সহজ ক্যাচ মিস করেন মিচেল মার্শ। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সও মেনে নিলেন যে বিরাটের ক্যাচ মিসই কাল হল অজিদের। সেখানে থেকে বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul) মিলে দলের স্কোরকে টেনে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ৮৫ রানের ইনিংস খেলেন কোহলি। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। 

কী বলছেন কামিন্স

কামিন্স বলছেন, ”আমি এই ক্যাচ মিসের বিষয়টা ইতিমধ্যেই ভুলে গিয়েছি। মার্শ যেমন প্লেয়ার, তাতে ওই ক্যাচটা নিলে হয়ত ম্যাচের ছবিটা অন্যরকম হত। হ্যাজেলউড বিশ্বমানের বোলার। ভারতীয় ব্যাটারদের সামনে অনেক কঠিন প্রশ্ন রেখেছে ও। ১০ রানের মধ্যে ৪ উইকেট যদি পড়ে যেত তবে খুবই ভাল হত। তবে তা হয়নি। ওদের বিশ্বমানের বোলিং অ্যাটাক। তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করেছে।” বোর্ডে পর্যাপ্ত রান ওঠেনি? কামিন্সের কথায়, “আমার মনে হয় যে ৫০ রান কম ছিল বোর্ডে। আর ৫০ রান বেশি হলে হয়ত আরও লড়াই করার পরিস্থিতি থাকত।”

জয়ের পরও চিন্তা

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারাল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহরা। ভারতীয় বোলারদের দাপটের ফলে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৪১ এবং স্টিভ স্মিথ ২৬ রান করেন। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। তবুও ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা ফের ধরা পড়ল। একটা সময় ম্যাচ হেরে যাওয়ার মতো পরিস্থিতির তৈরি হয়। কিন্তু তা হতে দেননি বিরাট এবং রাহুল। এই দুই ব্যাটার নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতান।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।’

কীভাবে শেষ চারে

প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সবার ম্য়াচ খেলা হলে পয়েন্টের দিক থেকে শীর্ষ স্থানে থাকা চারটে দল যাবে সেমিফাইনালে। প্রতিটা দল একটা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্য়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২ করে। এই পাঁচটা দল ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের জন্য নিউজিল্যান্ড শীর্ষে আর ভারত পঞ্চম স্থানে। নেট রান রেটের উপর নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share