মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া-আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিকে নিয়ে তৈরি হয়েছে ‘গ্লোবাল সাউথ’। এই গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত। দিল্লিতে G20- বিদেশমন্ত্রীদের এক বৈঠকে একথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আর কী শোনা গেল এদিন প্রধানমন্ত্রীর মুখে
G-20 বৈঠকের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জি-২০ গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি মনে করি, একসঙ্গে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারব।” তিনি আরও বলেন , “আমাদের সকলকে অবশ্যই স্বীকার করতে হবে যে বহুপাক্ষিকতা আজ সংকটের মধ্যে রয়েছে। তাঁর আরও সংযোজন, “গত কয়েক বছরে, আর্থিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ স্পষ্টভাবে দেখায় যে বিশ্বশাসন ব্যবস্থা তার উদ্দেশ্য পালনে ব্যর্থ হয়েছে। আমাদের এটাও স্বীকার করতে হবে যে এই ব্যর্থতার করুণ পরিণতি সবচেয়ে বেশি ভোগ করছে উন্নয়নশীল দেশগুলি। প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন যে এই বৈঠকের উদ্দেশ্য হল ঐক্য, উদ্দেশ্য এবং কর্মের ঐক্যের উপর জোর দেওয়া। তিনি বলেন, লক্ষ্য অর্জনে একত্রিত হওয়ার চেতনাও এই বৈঠকে প্রতিফলিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, গত কয়েক বছরে আর্থিক সংকট হোক বা জলবায়ু পরিবর্তন, শুধু তাই নয়, করোনার মতো মহামারী জীবন ও অর্থনীতিতেও খারাপ প্রভাব ফেলেছে। G-20 সম্মেলনের সময় বিদেশী মন্ত্রীদের সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদি বলেন আমরা আমাদের উন্নয়নের লক্ষ্যগুলি ক্রমাগত অনুসরণ করে চলেছি। এর জন্য আমাদের কিছু ঝুঁকি নিতে হবে, কোন ভাবেই আমরা পিছপা হচ্ছি না। তিনি উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা নিয়েও এই বৈঠকে আলোচনা করেন।
তুরস্কের ভূমিকম্পে নিহতদের প্রতি সম্মান জানিয়ে একমিনিট নীরবতাও পালন করা হয়
সৌদি আরব, চীন, ইন্দোনেশিয়া, স্পেন এবং ক্রোয়েশিয়ার বিদেশমন্ত্রীরা বৃহস্পতিবার (২ মার্চ) বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছেছেন। G20 তালিকাভুক্ত দেশের বিদেশমন্ত্রীদের নিয়ে বৈঠক শুরুর আগে তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ
Leave a Reply