India Russia: এবার জাহাজ নির্মাণে ভারতকে সহায়তা করতে চাইল রাশিয়া, কেন জানেন ?

ship

মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভালো। যুদ্ধ সরঞ্জাম থেকে অনেককিছুই আমদানি করা হয় রাশিয়া থেকে।

আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির

রাষ্ট্র সঙ্ঘে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পাশে থাকতে দেখা গেছে ভারতকে। এবার ভারতকে জাহাজ তৈরিতে সহায়তা করতে চাইল রাশিয়া। প্রসঙ্গত, G-7 দেশগুলি রাশিয়ার তেলের উপর প্রাইস ক্যাপ আরোপ করে। ভারত এই সিদ্ধান্তকে সমর্থন করেনি।

আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী 

এদিন, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রকও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। 

আরও পড়ুন: ‘ভারতকে নিয়ে কৌতুহলী বিশ্ব’, জি-২০ সম্মেলন নিয়ে সর্বদল বৈঠকে বললেন মোদি

শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া একসময় দেশের বৃহত্তম জাহাজ নির্মান সংস্থা ছিল। আজ অনেকটাই ক্ষতির সম্মুখীন এই সংস্থা।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং অতিমারির মোকাবিলা করতে হবে একযোগে, বললেন মোদি  

প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার (India Russia) মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বানিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আগামীদিনে তেল,পেট্রোলিয়াম জাত দ্রব্য, তরল প্রাকৃতিক গ্যাস, কয়লা, সার ইত্যাদি দ্রব্যের ব্যবসা দুই দেশের (India Russia) মধ্যে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাশিয়াতে ভারতের রপ্তানি দাঁড়িয়েছে  প্রায় ১০,৬৫১ কোটি টাকা।

আরও পড়ুন: ‘সারের কমতি মানে আগামী দিনে খাদ্যের ভাঁড়ারে টান’, জি ২০ সম্মেলনে বললেন মোদি

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share