NDRF: তুরস্কে আট বছরের বাচ্চা মেয়েকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল এনডিআরএফ, দেখুন ভিডিও 

pllkjj

মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন দোস্তের আওতায় তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ (NDRF)। এদিন সেদেশের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরে একটি ধ্বংসস্তূপের ভিতর থেকে ৮ বছরের একটি মেয়েকে জীবিত উদ্ধার করল এনডিআরএফ (NDRF)। তুর্কি সেনার সঙ্গে এই  যৌথ অভিযানের ভিডিও ইতিমধ্যে ট্যুইটারে শেয়ার করেছে এনডিআরএফ (NDRF)।

কী বললেন এনডিআরএফ-র (NDRF) আধিকারিক

এদিন এনডিআরএফের (NDRF) এক উচ্চপদস্থ  আধিকারিক বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করা গেছে। এদের মধ্যে একজনের বয়স ৬ এবং অপরজনের বয়স ৮। 
প্রসঙ্গত, তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৪,০০০ লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারত সেখানে উদ্ধার কাজ শুরু করেছে। নাম অপারেশন দোস্ত। দোস্ত এমন একটি শব্দ, যার হিন্দি এবং তুর্কি ভাষায় অর্থ হল বন্ধু। মোট ১৫২ জনের উদ্ধার কর্মীর দল কাজ করছে তুরস্কে। এই এনডিআরএফ কর্মীরা ৩টি দলে বিভক্ত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে। ভারত থেকে ইতিমধ্যে ৬টি বিমান উড়ে গিয়েছে তুরস্কে। চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষিত কুকর এসবও পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও এনডিআরএফের উদ্ধার কাজকে কুর্নিশ জানিয়ে নিয়ে ট্যুইট করেছেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share