India’s Richest Ganesha: ভারতের ধনীতম গণপতি! ৩১৬ কোটি টাকার বিমায় সুরক্ষিত মুম্বইয়ের এই গণেশ, আওতায় ভক্তরাও!

GANESH-e1607169336553-1200x675

মাধ্যম নিউজ ডেস্ক: গণেশ চতুর্থী (Ganesha Chaturthi 2022) সর্বত্র মহৎ উৎসব হিসেবে পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে এই মাসের চতুর্দশী তিথি অর্থাৎ ১০ দিন ধরে পালিত হয় উৎসব। ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে গণেশ পুজোর প্রস্তুতি। কোথাও শুরু হয়েছে প্যান্ডেল তো কোথাও চলছে বাকি আয়োজন। গণেশ পুজো (Ganesha Utsav) নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে মুম্বই শহরে। প্রতি বছর সেখানে বিশেষ ভাবে পালিত হয় গণেশ পুজো (Ganesha Puja)। সেখানে ইতিমধ্যে প্যান্ডেলে আসতে শুরু করেছে মূর্তি। 

গণপতির (Ganpati Bappa) কৃপায় এখন ভারতের সবচেয়ে ধনী গণেশ মণ্ডল হল মুম্বইয়ের (Mumbai) কিংস সার্কেল অঞ্চলে জিএসবি সেবা মণ্ডল (GSB Seva Mandal)। পাঁচদিন ব্যাপী গণেশ চতুর্থীর উৎসবে, ৩১৬ কোটি টাকার বিমা পেয়েছে তারা।  গণেশের মূর্তিটিকে এখানে ৬৬ কেজি সোনা দিয়ে সাজানো হয়। এছাড়াও থাকে ২৯৫ কেজিরও বেশি রুপো এবং অন্য ধাতুর অলঙ্করণ। এই গণেশ পুজোর উদ্বোধন হবে ২৯ অগাস্ট। মূর্তিটি মণ্ডপে থাকেব ৪ সেপ্টেম্বর পর্যন্ত। পুজোর সকল রীতি মেনে ধর্মাচরণ করাই এদের লক্ষ্য। প্রায় ২০ হাজার লোক এখানে প্রসাদ পান। আনুমানিক ৬০ হাজার ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। পুজোর পাঁচদিন ছাড়াও সারা বছরই এই মণ্ডলের লোকেরা জনসেবা করে থাকেন। করোনা অতি মারী, কেরলে বন্যা বহু ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য এগিয়ে এসেছে এরা।

আরও পড়ুন: কেন গ্রাম বাংলায় পালিত হয় মনসা পুজো, এর তাৎপর্য জানেন কি?

গণেশ চতুর্থী ছাড়াও বছরে একাধিকবার পুজিত হন ভগবান গণেশ। শাস্ত্র মতে, শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষেই পালিত হয় গণেশের পুজো। তবে, গণেশ চতুর্থীর উৎসব মুম্বইয়ে বিশেষ প্রসিদ্ধ। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মুম্বইবাসীর ঘরে ঘরে প্রতিবছরের মতো এবছরও পুজিত হবেন সিদ্ধিদাতা। পুজোর দিন গণেশকে ফুল, দূর্বা অর্পন করে ভোগ নিবেদন করেন সবাই। দেওয়া হয় মোদক। মোদক বা লাড্ডু গণপতির অত্যন্ত প্রিয়। শুধু মুম্বই নয় এখন ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি কলকাতা-সহ বাংলার নান জায়গায় মহা সমারোহে গণেশ চতুর্থী পালন করা হয়। বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে গণেশর আরাধানা করলে জীবনের সকল অশান্তি দূর হয়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share