T20 World Cup: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

india_vs_pakistan_series-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: বাছাই পর্বের খেলা দিয়ে শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তবে আসল লড়াই এথনও বাকি। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ ঘিরে এমনিতেই বাড়তি উন্মাদনা থাকে। এবারও তার কোনও ব্যতিক্রম নেই। শুধু দুই দেশের সমর্থকরাই নন, ক্রিকেটাররও উত্তেজনায় টগবগ করে ফোটেন। আসলে এটা যে নেহাতই একটা সাদামাটা ক্রিকেট ম্যাচ নয়। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে নানা অঙ্ক। তাই এই লড়াইয়ে বাজিমাত করতে মরিয়া দুই দলই। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। l তবে সেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ। গত কয়েকদিন ধরেই মেলবোর্ন, সিডনিতে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বাতিল হতে পারে ব্লকবাস্টার ম্যাচ।

আরও পড়ুন: “এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়”, ভারত-পাক ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত ডোয়েন জনসন

দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি বৃষ্টির কারণে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি খেলা সম্ভব না হয়, তাহলে কী হতে পারে? যদি বৃষ্টির কারণে এই ম্যাচে একটাও বল না গড়ায় তাহলে দুটো দলই ১ পয়েন্ট করে পেয়ে যাবে। সুপার-১২ পর্বের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। যদিও দুই দলের সমর্থকেরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছে প্রার্থণা করতে শুরু করেছেন যে ওই বিশেষ দিনে যাতে বৃষ্টি না হয়। আইসিসির নিয়ম অনুযায়ী এই টুর্নামেন্টে সুপার-১২ পর্বে বিজয়ী দল ২ পয়েন্ট করে পাবে। যদি ম্যাচ টাই হয় কিংবা ভেস্তে যায় তাহলে দুটো দলই ১ পয়েন্ট করে পেয়ে যাবে। যদি গ্রুপে দুটো দল একই পয়েন্টে দাঁড়িয়ে থাকে, তাহলে এই দুই দলের মধ্যে কে বেশি সংখ্যক ম্যাচ জিতেছে, দলের নেট রানরেট কত ছিল কিংবা দুই দলের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান কেমন সেই রেকর্ডের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন: “মেয়ের খেয়াল রেখ”, চপার দুর্ঘটনার আগে পাইলটের শেষ কল স্ত্রীকে

একটা সময় পর্যন্ত বিশ্বকাপে এক চেটিয়া আধিপত্য ছিল ভারতের। সম্প্রতি তা কিছুটা ফিকে হয়েছে। ভারত গত টি-২০ বিশ্বকাপে হেরেছিল পাকিস্তানের কাছে। এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়েও শেষ হাসি হেসেছিলেন বাবররা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আসরে রোহিত বাহিনী পাল্টা ছোবল মারার জন্য প্রস্তুত।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share