India vs Pakistan: টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা! ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তপ্ত মরু শহর

23CRICKET-TOPsub-videoSixteenByNine3000

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে  ভারত-পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বি দুই দলের ম্যাচ ঘিরে উত্তপ্ত মরু শহর। সেই উত্তাপের আঁচ পড়েছে মোলবোর্নেও। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসেই। কিন্তু আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি (ICC)। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা। মোট চার হাজার টিকিট ছাড়া হবে। সেই টিকিট কাটলে রোহিত শর্মা, বাবর আজমদের লড়াই দেখতে হবে দাঁড়িয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের স্যাটন্ডিং রুমের এই টিকিটের দাম ১৭০০ টাকা।

মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এবার অতিরিক্ত চার হাজার মানুষ দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ পাবেন। ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারতপাকিস্তান। ফেব্রুয়ারি মাসে মাত্র পাঁচ মিনিটের মাথায় সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। তার পরেই এই দাঁড়িয়ে খেলা দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এ বার খেলা দেখার সুযোগ রয়েছে।”

আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

বিশ্বকাপের আগে অবশ্য এশিয়া কাপে রবিবাসরীয় বিকেলে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমের ব্রিগেড। বরাবরের মতো এ বারও ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের লড়াই বলে মনে করছে ক্রিকেট দুনিয়া। টিমের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি না থাকায় পাক পেস ব্যাটারির তেজ কিছুটা হলেও কম। এ কথা মেনে নিয়েছেন টিমের কোচ সাকলিন মুস্তাক। তিনি বলেন, ”শাহিন না থাকাটা দুর্ভাগ্যজনক। তবে বাকি যারা আছে, তাদেরও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।”

তবে উত্তেজনা থাকলেও শান্ত রয়েছেন ভারত অধিনায়ক। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়েও ভাবলেশহীন রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচ তাঁর কাছে বাকি যে কোনও ম্যাচের মতোই।রোহিত বলেছেন, “প্রত্যেকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে হালকা পরিবেশ রাখতে চাই। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নেমে সেরাটা দেওয়াই আমার উদ্দেশ্য।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share