India vs Sri Lanka: ক্রিকেটের নন্দনকাননে পেলেকে শ্রদ্ধা! আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ

Kolkata-pitch-report-ind-vs-sl

মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রায় ৫০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে থাকবেন বলে আশাবাদী সিএবি কর্তারা। প্রায় পাঁচ বছর পর ক্রিকেটের নন্দনকাননে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। ফলে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা রয়েছে। আজ, প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানাবে ইডেন। জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে ফুটবল সম্রাটকে নিয়ে তৈরি স্বল্প সময়ের তথ্যচিত্র। উল্লেখ্য, ১৯৭৭ সালে ইডেনে মোহন বাগান ক্লাবের বিরুদ্ধে কসমস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে।

দর্শকদের উন্মাদনা তুঙ্গে

গুয়াহাটিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারিয়েছিল টিম ইন্ডিয়া। তাই কলকাতায় সিরিজ জেতার হাতছানি রোহিতদের সামনে। তবে এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। খারাপ সময় কাটিয়ে উঠেছেন তিনি। গত ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি। কলকাতার ক্রিকেট জনতাও তাই বিরাটের ব্যাটে বড় রানের প্রত্যাশা করছেন। মনে রাখতে হবে, ২০১৯ সালে এই ইডেনেই বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে শতরান করেছিলেন তিনি। তারপর দীর্ঘ তিন বছর তাঁর ব্যাটে কোনও শতরান ছিল না। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে বিরাটের ব্যাট ফের কথা বলছে। বছর তিনি শেষ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে। নতুন বছরের শুরুতেও শতরান করেছেন। ইডেনেও তাঁর কাছে সেঞ্চুরির হ্যাটট্রিকের সুযোগ।

বিরাট-ব্যাট দেখতে চায় কলকাতা

বুধবার বিকেলে ভারত ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা কলকাতায় আসেন বিশেষ বিমানে। তবে দেখা যায়নি কোহলিকে। কারণ মেয়ে ভূমিকার জন্মদিন ছিল বুধবার। তাই মুম্বই উড়ে গিয়েছিলেন ভিকে। যদিও রাতেই তিনি টিমের সঙ্গে যোগ দিয়েছেন। বিরাট ছাড়াও এই ম্যাচে নজর থাকবে রোহিতের উপরও। কারণ, ইডেন বড়ই পয়মন্ত তাঁর কাছে। কয়েক বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠেই তিনি একদিনের ক্রিকেটে ২৬৪ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছিলেন। খেলার পাশাপাশি ইডেনের দর্শকদের জন্য বিনোদনের এলাহি ব্যবস্থা। ইনিংসের বিরতিতে হবে লেজার ও সাউন্ড শো। যা চলবে প্রায় ছ’মিনিট ধরে। 

আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

পেলেকে শ্রদ্ধা

ইডেন গার্ডেন্সের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন ২৪ সেপ্টেম্বর ১৯৭৭। এই দিনেই ইডেন গার্ডেন্সে এসেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলে আর কসমসের জার্সি গায়ে খেলেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে পড়েছিল কিংবদন্তীর পায়ের ছাপ। ২০২২ সালের শেষের দিকে প্রয়াত হয়েছেন পেলে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাস্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। পেলেকে শ্রদ্ধা জানাতে এবার অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এরজন্য বেছে নেওয়া হল ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচকে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share