India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

teamindia2

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুটা ভালই হয়েছে টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার ভারত। সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। আজ,বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে জিতলে সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। 

সঞ্জু স্যামসনের চোট

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের পরবর্তী দুই ম্যাচে অবশ্য সঞ্জু স্যামসনের সার্ভিস পাবে না ভারতীয় দল। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে হাঁটুতে চোট পান সঞ্জু। সেই চোট এখনও সেরে ওঠেনি। এর ফলে সঞ্জুকে পাওয়া যাবে না চলতি সিরিজের বাকি ম্যাচগুলিতেও। সরকারি ভাবে বুধবার এই কথা জানিয়ে দেয় বিসিসিআই। পুনেতে দলের সঙ্গে যাননি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন জীতেশ শর্মা। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনে বদল করতেই হবে ভারতকে। এক্ষেত্রে বেশ কিছুদিন ধরে সুযোগের অপেক্ষায় বসে থাকা রাহুল ত্রিপাঠীর ভাগ্যে শিকে ছিঁড়তে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে। 

আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

শ্রীলঙ্কা প্রথম ম্য়াচে হারলেও মন্দ ক্রিকেট খেলেনি। তারা প্রথম একাদশ নিয়ে অযথা কাটা-ছেঁড়া করার চেষ্টা করবে বলে মনে হয় না। শুধু কাসুন রজিথা নাকি লাহিরু কুমারাকে মাঠে নামানো হবে, এই একটি ধাঁধায় পড়তে হতে পারে সিংহলিদের। মুম্বইতে প্রথম ম্যাচে একটা সময় চাপে ছিল ভারত। ব্য়াটিংয়ে অক্ষর-দীপক হুডা জুটির সৌজন্যে ঘুরে দাঁড়ায়। বোলিংয়েও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। ভালো জায়গা থেকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত। শেষ বলের থ্রিলারে মাত্র ২ রানে জয় পায় ভারত। 

কোথায়, কখন ম্যাচ

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে। ম্যাচের আগে ৬.৩০ মিনিট নাগাদ টস হবে। ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

ভারতের প্রথম একাদশ: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল/অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share