মাধ্য়ম নিউজ ডেস্ক: ভারতের সেনাপ্রধানের পদ থেকে অবসর নিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তাঁর জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে স্থলাভিষিক্ত হলেন জেনারেল মনোজ পাণ্ডে। দেশের ২৯ তম সেনাপ্রধান হিসেবে শনিবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কোর অফ ইঞ্জিনিয়ার্স থেকে এই প্রথম কোনও অফিসার যিনি সেনাপ্রধান হলেন।
[tw]
General Manoj Pande, PVSM, AVSM, VSM, ADC takes over as the 29th #COAS of #IndianArmy from General MM Naravane.
जनरल मनोज पांडे, परम विशिष्ट सेवा मेडल, अति विशिष्ट सेवा मेडल, विशिष्ट सेवा मेडल, ऐड डि कैंप ने जनरल एम एम नरवणे से #भारतीयसेना के 29वें #सेनाध्यक्ष का पदभार संभाला। pic.twitter.com/Mphsz1pvrP
— ADG PI – INDIAN ARMY (@adgpi) April 30, 2022
[/tw]
ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র, জেনারেল পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কোর অফ ইঞ্জিনিয়ার্সে কমিশনড হন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক কৃতিত্ব। এর আগে ১ ফেব্রুয়ারি থেকে উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেনারেল পাণ্ডে। তার আগে তিনি পূর্বাঞ্চলের সেনাপ্রধানও ছিলেন। জেনারেল মনোজ পান্ডে তাঁর কর্মজীবনে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ (CINCAN) হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা দেশের একমাত্র ট্রাই-সার্ভিস কমান্ড।
Leave a Reply