Indian Army: ৩০ ঘণ্টার অভিযানে হারিয়ে যাওয়া হাঙ্গেরি ট্রেকারকে উদ্ধার ভারতীয় সেনার 

Hungarian_trekker

মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয়ের (Himalaya) গিরিখাতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন এক হাঙ্গেরি ট্রেকার (Hungarian trekker)। সেই বিদেশি  নাগরিককে প্রায় ৩০ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করল ভারতীয় সেনা (Indian Army)। 

কিস্তওয়ার (Kishtwar) জেলার উমাসি লা গিরিখাত (Umasi la Pass) বরাবর ট্রেকিং করার সময় হারিয়ে গিয়েছিলেন ওই হাঙ্গেরি নাগরিক। মূল শহরে ফেরার পথ হারিয়ে ফেলেন তিনি। অবশেষে ময়দানে নামে ভারতীয় সেনা।

আরও পড়ুন: লিভ-ইন বা সমকামী সম্পর্কও পরিবারের আওতাও পড়ে, জানাল শীর্ষ আদালত   

এয়ারলিফ্ট করে উধমপুরে চিকিৎসার জন্য় নিয়ে আসা হয়েছে তাঁকে। উদ্ধার হওয়ার পর ঐ বিদেশি নাগরিক বলেন, “আমি ভারতীয় সেনার কাছে কৃতজ্ঞ। যাঁরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন তাঁদের কাছে কৃতজ্ঞ।”  

হাঙ্গেরি প্রশাসনের তরফ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে বলে জানিয়েছে হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। একটি ট্যুইট করে তারা জানায়, বুদাপেস্ট এই উদ্ধার অভিযানে শামিল সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। 

 

এএনআই সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনাও এই অভিযানে অংশ নিয়েছিল। এরপর হাঙ্গেরির নাগরিক কে উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের 

গত জুন মাসে ১২ ঘণ্টা অনুসন্ধানের পরে অন্তত ১৭জন ট্রেকারকে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে উদ্ধার করেছিল ভারতীয় সেনা। তারা সেভেন লেকে ট্রেকিংয়ে যাচ্ছিলেন বলে খবর। প্রচন্ড তুষারপাত ও খারাপ আবহাওয়ার জেরে তারা পথের মাঝেই আটকে পড়েন।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share