মাধ্যম নিউজ ডেস্ক: ফের দেশের এক জওয়ান ‘হানি-ট্র্যাপে’ পরে ফাঁস করল সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য৷ পুলিশ সূত্রে জানা যায়, ২৪ বছর বয়সী জওয়ানের নাম শান্তিময় রানা (Shantimoy Rana), তিনি পশ্চিমবঙ্গের ছেলে ও তাঁকে রাজস্থানে মোতায়েন করা হয়েছিল। তাঁকে পাকিস্তানের দুই মহিলা ফাঁদে ফেলে তাঁর থেকে ভারতীয় সেনার বেশ কিছু তথ্য হাতিয়ে নিয়েছে। সেনার গোপন তথ্য ফাঁস করার পরেই রাজস্থান পুলিশের হাতে ধরাও পড়ল বাংলার জওয়ান৷ তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও ভারতের বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তানি এজেন্টরা। আবারও এমন ঘটনায় চিন্তায় পড়েছে ভারতীয় সেনাবাহিনী।
আরও পড়ুন: অবিবাহিত থাকতেই বেশি পছন্দ করেন ভারতীয়রা! সমীক্ষায় উঠে এল নয়া তথ্য
ডিজি উমেশ মিশ্র জানিয়েছেন, ওই দুই মহিলা এজেন্ট নিজেদের গুর্নুর কৌর (Gurnur Kaur) ওরফে অঙ্কিতা (Ankita) ও নিশা (Nisha) নামে পরিচয় দিয়েছিলেন। তারা শান্তিময়কে বলেছিলেন যে অঙ্কিতা উত্তরপ্রদেশে মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এ কাজ করেন ও নিশা মিলিটারি নার্সিং সার্ভিসের সঙ্গে জড়িত। এইভাবেই এই পাকিস্তানি মহিলা এজেন্টদের ‘হানিট্র্যাপ’-এ ফেঁসে দেশের সেনাবাহিনীর গোপন তথ্য, ভিডিও শত্রুদেশের এজেন্টদের হাতে তুলে দেয়।
আরও জানা গিয়েছে, শান্তিময়ের সঙ্গে তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ও তাদের ইমপ্রেস করার জন্যেই এই ভিডিও, তথ্যগুলো পাঠায়। অথচ, ওই দুই মহিলাই পাকিস্তানি গুপ্তচর বাহিনী আইএসআই-এর এজেন্ট বলে দাবি করেছে রাজস্থান পুলিশ। ২৫ জুলাই প্রাথমিক তদন্তের পর মঙ্গলবার ২৬ জুলাই শান্তিময় রানাকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।
আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ
প্রসঙ্গত, ভারতীয় বাহিনী থেকে আগেই সেনা জওয়ানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিপদ নিয়ে সতর্ক করেছে ভারতীয় সেনা। এর আগেও মে মাসে দিল্লি পুলিশ ভারতীয় বিমান সেনার এক জওয়ানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল। সেনাদের একাধিকবার সতর্ক করার পরেও পাকিস্তানি এজেন্টদের ফাঁদ থেকে রেহাই পাওয়া যাাচ্ছে না।
Leave a Reply