Gangasagar: আটকে থাকা গঙ্গাসাগর ফেরত ভেসেল যাত্রীদের উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী

kjjkkjk

মাধ্যম নিউজ ডেস্ক: মকর সংক্রান্তির পবিত্র স্নান সেরে গতকাল রাতে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর (Gangasagar) ফেরত যাত্রীদের নিয়ে কাকদ্বীপের ৮ নম্বর লটে আসছিল তিনটি ভেসেল। রাত দশটা নাগাদ যাত্রা শুরু করে ভেসেলগুলি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেগুলি মুড়িগঙ্গা নদীতে পথ হারিয়ে ফেলে এবং ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ায় আটকে পড়ে এগুলি। গভীর রাতে ভেসেলের সন্ধান পায় প্রশাসন। প্রায় ৫০০ অধিক যাত্রী ব্যাপক শীতে গাদাগাদি করে খুবই কষ্টে রাত কাটায়। 

আরও পড়ুন: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের

যাত্রীদের কীভাবে উদ্ধার করা গেল

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিন সকাল সোয়া নটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতর থেকে হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) দফতরে ফোন যায়। সেখানে বলা হয়, কাকদ্বীপের কাছে চড়ায় দুটি ভেসেল আটকে পড়েছে। তাতে সওয়ার আছেন প্রায় ৫০০-৬০০ পুণ্যার্থী।  প্রসঙ্গত যে দুটি ভেসেল আটকে পড়েছিল – এমভি লচ্চামতী ও এমভি আগ্রামতী। সাগর মেলা প্রাঙ্গণ থেকে পুণ্যার্থীদের নিয়ে ওই দুটি ভেসেল কাকদ্বীপে ফিরছিল।

আরও পড়ুন: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর 

তথ্য পেয়েই গন্তব্যের উদ্দেশে রওনা দেয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) টিম। পৌনে দশটা নাগাদ আটকে পড়া ভেসেলগুলোর কাছে পৌঁছয় উদ্ধারকারী দল। গোটা বিষয়টি খতিয়ে দেখে তারা। স্থির হয় হোভারক্রাফটে করে পুণ্যার্থীদের উদ্ধার করা হবে। এর জন্য যারা আটকে পড়েছিলেন, তাদের গিয়ে আশ্বস্ত করে উপকূলরক্ষী বাহিনী। 

হলদিয়া ও ফ্রেজারগঞ্জ থেকে দুটি হোভারক্রাফটে করে পালা পালা করে আটকে পড়া পুণ্যার্থীদের বের করে কাকদ্বীপে নিয়ে আসা হয়। দুপুর ১টা নাগাদ উদ্ধারকার্য শেষ হয়। মোট ৫১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উপকূল রক্ষী বাহিনী।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share