Naval Ensign: ‘দাসত্বের ছাপ’ মুছে গেল! নৌসেনার নয়া নিশানে ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’, গর্বিত প্রধানমন্ত্রী

51056e26-e221-4532-883e-8ce079e3a17b

মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট জর্জ ক্রস আর থাকবে না। থাকবে না ব্রটিশ শাসনের স্মৃতি। এখন থেকে ভারতীয় নৌসেনার (Indian Navy) পতাকায় থাকবে ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’।  শুক্রবার কেরলের কোচিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌবাহিনীর সেই নতুন নিশানের (Naval Ensighn) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। নৌসেনার নতুন পতাকা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “এতদিন অবধি ভারতীয় নৌসেনার পতাকায় দাসত্বের ছাপ রয়ে গিয়েছিল। কিন্তু আজ থেকে, ছত্রপতি শিবাজির অনুপ্রেরণায় নৌসেনার নতুন পতাকা সমুদ্র ও আকাশে গর্বের সঙ্গে উড়বে।”

মোদি জানান, ঔপনিবেশিকতার স্মৃতি বহন করছে যে পতাকা তার বদল করতে পেরে তিনি খুশি। মারাঠা শাসক ‘ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা’ প্রতীকযুক্ত পতাকা নৌসেনার হাতে তুলে দিতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। ১৯৫০ সালের পর থেকে এই নিয়ে চার বার রং এবং ধাঁচ বদলেছে ভারতীয় নৌসেনার পতাকা।

আরও পড়ুন: নৌসেনা পাচ্ছে নতুন নিশান! শুক্রবারই উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

প্রসঙ্গত, মোদির আগে কোনও প্রধানমন্ত্রীই দেশের সেনা বাহিনীর কোনও শাখায় ‘দাসত্বের চিহ্ন’ নিয়ে মন্তব্য করেননি। নতুন পতাকায় মুছে দেওয়া হয়েছে জর্জ ক্রস। সাদা পতাকার কোণে জাতীয় পতাকার পাশাপাশি, যুক্ত করা হয়েছে ভারতীয় নৌসেনার প্রতীক এবং স্লোগান— ‘শ নৌ বরুণ’ (বরুণদেব আমাদের সৌভাগ্য দিন)। উল্লেখ্য, বেশিরভাগ কমনওয়েলথ দেশগুলির নৌ চিহ্নের অংশ হিসেবে সেন্ট জর্জের ক্রস ছিল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মতো দেশগুলি ইতিমধ্যেই তাদের নৌসেনার পতাকা থেকে সেন্ট জর্জের ক্রস বাদ দিয়েছে। কানাডা ২০১৩ সালে, অস্ট্রেলিয়া ১৯৬৭ সালে, নিউজিল্যান্ড ১৯৬৮ সালে তাদের নৌবাহিনীর পতাকা পরিবর্তন করে। শুক্রবার কেরলের কোচির ওই কর্মসূচি থেকেই দেশে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেন মোদি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share