Rupee vs Dollar: টাকার দামে রেকর্ড পতন! মার্কিন ডলারের তুলনায় দাম দাঁড়াল ৮১ টাকা ৯ পয়সা

nationalherald_2022-07_3fc0a262-4c24-4197-852f-f574f2a873d7_dollar

মাধ্যম নিউজ ডেস্ক: ফের কমল ভারতীয় টাকার দাম (Indian Rupee Price)। মার্কিন ডলারের (Rupee vs US Dollar) তুলনায় রেকর্ড পতন ভারতীয় মুদ্রায়। এই প্রথম টাকার দাম এতটা কমেছে। পুজোর আগে টাকার দাম পড়ে যাওয়ায় চিন্তায় ভারতীয় বাজার (Indian Stock Market)। এদিন টাকার দর নামে ৮১ টাকা ৯ পয়সায়। অর্থাৎ ১ ডলারের সমান হল ৮১ টাকা ৯ পয়সা। গতকাল টাকার মূল্য ছিল ৮০ টাকা ৮৬ পয়সা। লক্ষ্মীবারেও লক্ষ্মীলাভ হল না ভারতীয় বাজারে। শুক্রবার ফের এক ধাক্কায় ২৫ পয়সা কমে যায় টাকার মূল্য।

আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভ (US Fed) রেপো রেট (Repo Rate) ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় বৃহস্পতিবার ধসের মুখে পড়েছে টাকা। আর তার ফলে টাকার দর এতটা কম গেল। বেশ কয়েকদিন ধরেই টাকার মূল্য আশির কাছে ঘোরাফেরা করছিল। কিন্তু আজ তা ৮১-এর গণ্ডি পার করে দিল।

আরও পড়ুন: ভারত-রাশিয়া বাণিজ্যে লেনদেন হবে টাকায়! প্রক্রিয়া চালু শীঘ্রই

এশীয় মুদ্রার মধ্যে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে ভারতীয় টাকা। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, টাকার মূল্যের এরূপ নিম্নমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে আরও কিছুদিন। ফলে আর কয়েকদিনের মধ্যই এই দাম আরও কমে ৮১.৫০ টাকাও পার করে যেতে পারে। পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারির পরে এইভাবে বাজার চলাকালীনই টাকার দামের এত পতন হয়নি।

প্রসঙ্গত, বুধবার টাকার দাম ২২ পয়সা কমে মার্কিন ডলারের (US Dollar) মূল্য গিয়ে দাঁড়িয়েছিল ৭৯ টাকা ৯৬ পয়সা। তার থেকে আবার অনেকটা নেমে রেকর্ড গড়ে বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে মার্কিন ডলারের মূল্য ফের আশি পার করে ফেলে। শুক্রবারও এই দাম কমার প্রবণতা বজায় রেখে সর্বকালীন রেকর্ড গড়ে টাকার দামে পতন হল।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share