Indonesia: জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি, সরানো হল কয়েক হাজার মানুষকে

indonesia

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ইন্দোনেশিয়ার (Indonesia) সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে। সতর্কতার কারণে পূর্ব জাভার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। অগ্ন্যুৎপাতের স্থান থেকে ৮ কিলোমিটার এলাকা No-Go Zone ঘোষণা করা হয়।

প্রদেশের মুখপাত্রের বিবৃতি

ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে মাউন্ট সেমেরুর কাছে একটি দল মোতায়েন করেছে প্রদেশের উদ্ধারকারী সংস্থা। সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন বসারনাসের মুখপাত্র থলিব ভাতেলেহান। তাঁর আরও সংযোজন, “গতকাল, বৃষ্টিপাতের মাত্রা বেশি ছিল, যার ফলে পাহাড়ের চূড়া থেকে অনেককিছুই নীচে নেমে এসেছে। কিন্তু আজ সেরকম বৃষ্টি নেই, তাই তুলনামূলকভাবে অনেক নিরাপদ।” এখনও অবধি কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিমান চলাচলে তাৎক্ষণিক কোনও ব্যাঘাতও ঘটেনি। রবিবার, স্থানীয় সময় দুপুর ২:৪৬ নাগাদ ৩৬৭৬-মিটার উঁচু আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত হয়।

আরও পড়ুন: কয়েক মাসের লড়াইয়ের ফল, ‘নীতি পুলিশ’ তুলে নিচ্ছে তেহরান

স্থানীয় বাসিন্দাদের তোলা ছবিতে দেখা যাচ্ছে মাউন্ট সেমেরুর উপরে ধূসর ছাইয়ের একটি বিশাল মেঘে ঢাকা যা পরে পর্বত এবং আশেপাশের ধানের খেত, রাস্তা এবং সেতুগুলিকে গ্রাস করছে এবং আকাশকে কালো করে দিচ্ছে। সোশাল মিডিয়াতে সেদেশের পরিবেশ মন্ত্রকের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে লাভা, শিলা এবং উত্তপ্ত গ্যাসের পাইরোক্লাস্টিক প্রবাহ পাহাড়ের ধার বেয়ে নেমে আসছে।

লোকজনকে মোটরসাইকেলে করে দ্রুত বেগে পালাতে দেখা যায়। প্রায় ২৫০০ লোককে সরিয়ে নেওয়া হয়, কর্তৃপক্ষ জানিয়েছে একথা। প্রসঙ্গত, সেমেরুর অগ্ন্যুৎপাতে গত বছর ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে দুর্যোগ-প্রবণ দেশগুলির মধ্যে একটি। ১৪২টি আগ্নেয়গিরি রয়েছে সমগ্র ইন্দোনেশিয়াতে (Indonesia)। আগ্নেয়গিরির কাছাকাছি থাকা বাসস্থান, এমন দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া (Indonesia) সবচেয়ে এগিয়ে। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ১০ কিলোমিটারের মধ্যে বাস করেন সেদেশের ৮৬ লক্ষ মানুষ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share