মাধ্যম নিউজ ডেস্ক: শারীরিক কসরত করতে করতে জিমে একজন মানুষ হৃদরোগে আক্রান্ত হলেন, মাটিতে লুটিয়ে পড়লেন এবং মারা গেলেন। মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) এমনই মর্মান্তিক ঘটনা ঘটল এদিন। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে মৃত ব্যক্তি পেশায় হোটেল মালিক। জিমের বাকি সদস্যরা তাঁকে ওই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জিমের সিসিটিভিতে পুরো ঘটনা ধরা পরে।
ভিডিওতে দেখা যাচ্ছে যে শারীরিক অনুশীলনের সময় ওই ব্যক্তি ঘেমে যাওয়ার ফলে তিনি নিজের জ্যাকেটটি খুলতে চেষ্টা করছেন এবং তখনই তাঁর শরীরের ভারসাম্য হারিয়ে যায় তিনি কোনওভাবে কাছাকাছি টেবিলটিকে ধরে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন এবং মাটিতে পড়ে যান।
जिम में एक और मौत।
इंदौर: होटल व्यापारी की वर्क आउट करने के दौरान दिल का दौरा पड़ा और देखते ही देखते उनकी मौत हो गई। #Indore #Gym #heartattack pic.twitter.com/3ON7v2vPKi
— Afroz Alam (@AfrozJournalist) January 5, 2023
পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে
পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম প্রদীপ রঘুবংশি,ইন্দোরের (Indore) বৃন্দাবন হোটেলের মালিক, নিয়মিত শরীরচর্চা করতেন গোল্ড জিম নামক স্থানীয় জিমে। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। পারিবারিক সূত্র থেকে জানা যাচ্ছে যে ওই মৃত হোটেল ব্যবসায়ীর পুত্রের বিয়ের দিনক্ষণও স্থির হয়ে গেছিল।
এমন ঘটনা প্রায় ঘটছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কী বলছেন
এমন ঘটনার খবর আমরা প্রায়ই শুনে থাকি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এর মধ্যে অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে যেমন স্ট্রেস, অস্বাস্থ্যকর জীবন যাপন, হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে হৃদরোগীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ মিনিটের অনুশীলন ঠিক আছে কিন্তু তার বেশি যদি এই অনুশীলন করা হয় অর্থাৎ অতিরিক্ত শারীরিক অনুশীলন হার্টের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। শারীরিক অনুশীলন করতে করতে যদি মনে হয় যে মাথা ঘুরছে, শ্বাসকষ্ট হচ্ছে তাহলে তৎক্ষণাৎ তা বন্ধ করা উচিত।
তরুণ প্রজন্মের মধ্যেও হৃদরোগ দেখা যাচ্ছে, কী বলছেন বিশেষজ্ঞরা
বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এখনকার দিনে তরুণ প্রজন্ম অনেক বেশি অস্বাস্থ্যকর জীবন যাপন করছে এবং তাদের মধ্যে অ্যালকোহলে আসক্তি, ধূমপান ইত্যাদি মাত্রাতিরিক্ত ভাবে দেখা যাচ্ছে। তার সঙ্গে স্ট্রেসও একটা বড় কারণ যার ফলে তরুণ প্রজন্মের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে চলেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply