Inland Taipan: জানেন পৃথিবীর সবথেকে বিষধর সাপ কোনটি ? 

inland_taipen

মাধ্যম নিউজ ডেস্ক: “বিষধর সাপ” এই শব্দ উচ্চারণ মাত্র অনেকেরতত আত্মারাম খাঁচা হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য ছবি। কেউটে থেকে গোখরো, চন্দ্রবোড়া থেকে কালাচ। চাঁদের পাহাড় গল্পে ব্ল্যাকমাম্বারের কথা নিশ্চয় মনে আছে। আন্তর্জাতিক বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আফ্রিকার ভয়ঙ্কর ব্ল্যাকমাম্বারের সঙ্গে নিশ্চয়ই এতদিনে সবার পরিচয় হয়ে গেছে। ব্ল্যাকমাম্বারের আক্রমনের গতি, বিষ ঢালার পরিমান পর্যবেক্ষন করে অনেকেই এই সাপকে এক নম্বর স্থান দেন। তবে জানেন কি? এর থেকেও ভয়ঙ্কর বিষধর সাপ আছে? যে সাপের একটি কামড়ে ১০০ জন অবধি মানুষের মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: একযোগে বিশ্বের ৮টি দেশ মিলে তৈরি করছে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ, জানুন বিস্তারিত

জানুন ইনল্যান্ড তাইপেন (Inland Taipan) সম্পর্কে

বিষধর এই সাপটির নাম হল ইনল্যান্ড তাইপেন (Inland Taipan)। পাওয়া যায় অষ্ট্রেলিয়াতে। LD50 scale-এর সাহায্যে মাপা হয় কোন সাপের বিষ কতটা বিষাক্ত। এই স্কেল বলছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বিষাক্ত সাপ হল ইনল্যান্ড তাইপেন (Inland Taipan)। এই সাপ সাধারণত সরু এবং লম্বা হয়ে থাকে। মাথাটি আয়তাকার হয়। লোকালয়ে এর (Inland Taipan)দেখা চট করে পাওয়া যায়না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোরবেলায় এই সাপ (Inland Taipan) খুব সক্রিয় থাকে। অষ্ট্রেলিয়ার একটি গবেষণায় দেখা গেছে, একবার কামড়ে প্রায় ১১০ মিলিগ্রাম বিষ ঢালে এই সাপ (Inland Taipan)। এই পরিমান বিষে প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: এবার পৃথিবীর সমস্ত জলাশয় সম্পর্কে তথ্য দেবে নাসার এই বিশেষ স্যাটেলাইট

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share