মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েকটা মাসের, তারপরই iPhone 14 সিরিজের উপর থেকে পর্দা সরিয়ে দেবে Apple। ফলে, স্পষ্টতই প্রত্যেক টেকপ্রেমী অধীর আগ্রহে বসে আছেন ১৪তম প্রজন্মের আইফোন দেখার জন্য। তবে, লঞ্চের সময় যত ঘনীভূত হচ্ছে,ততই এই নতুন মডেলের আইফোন সিরিজ সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে আসছে। যেমন,সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 14 সিরিজের ফোনে অ্যাডভান্সড স্যাটেলাইট কানেক্টিভিটি (Advanced Satellite connectivity) অপশন থাকতে পারে, যা জরুরি পরিস্থিতিতে শর্ট টেক্সট (short text) বা সংক্ষিপ্ত বার্তা পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীকে সাহায্য করবে।
সম্প্রতি অ্যাপল, তাদের ওয়্যারেবল ডিভাইসের জন্য অনুরূপ স্যাটেলাইট ফিচারের উপর কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছিল। এক্ষেত্রে, সংস্থাটি যদি সত্যি আইফোন ও ওয়াচে স্যাটেলাইট সিস্টেম যোগ করে থাকে, তাহলে তা ব্যবহারকারীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই ফিচার আপৎকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা প্রদানকারী ইউনিটের সঙ্গে উপগ্রহ-যোগাযোগের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা পাঠানোর অনুমতি দেবে। এর জন্য, এই সিস্টেমে ৪জি বা ৫জি সেলুলার কভারেজ উপলব্ধ নেই এমন এলাকা থেকে মেসেজ পাঠানোর জন্য “এমার্জেন্সি মেসেজ ভায়া কন্টাক্টস” (Emergency Message via Contacts) অপশন অন্তর্ভুক্ত করা হবে।
যাইহোক, গত বছর আইফোন ১৩ সিরিজ আত্মপ্রকাশ করার সময়েও এতে LEO বা লোয়ার আর্থ অরবিট (Lower Earth orbit) স্যাটেলাইটের কমিউনিকেশন প্রযুক্তি (satellite communication technology) ব্যবহারের গুজব উঠেছিল। কিন্তু, পরবর্তী সময়ে দেখা যায় অ্যাপল তাদের ২০২১ সালের আইফোনগুলিতে এই ফিচার অন্তর্ভুক্ত করেনি। ফলে আইফোন ১৪ লাইনআপের ক্ষেত্রে সেলুলার কানেক্টিভিটি ফিচার দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।
+ There are no comments
Add yours