মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডরকে (Uks Deputy Ambassador) গ্রেফতার করল ইরান (Iran)। গুপ্তচর বৃত্তির (spying) অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। কেবল ওই ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডর নন, গ্রেফতার করা হয়েছে আরও কয়েকটি দেশের কূটনীতিককে। ইরানের বিপ্লবী রেভুলেশনারি গার্ড গ্রেফতার করেছে তাঁদের।
ইরানের বিপ্লবী রেভুলেশনারি গার্ড সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনেছে। সেই ফুটেজ দেখিয়ে তাদের দাবি, গুপ্তচরবৃত্তির দায়ে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতকে তারা চিহ্নিত করেছে। এর মধ্যে ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডরও রয়েছেন। অভিযোগ, এঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গুপ্তচরবৃত্তি করছিলেন। ইরান সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডর শাহাদাদ মরুভূমি এলাকায় গিয়েছিলেন। জায়গাটি মধ্য ইরানে অবস্থিত। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁদের পরিবার পরিজনদেরও। তাঁরা সেখানে ভ্রমণকারী হিসেবেই গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তাঁরা সেখানকার মাটির নমুনা সংগ্রহ করছিলেন। ইরানের আর একটি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ড্রোন থেকে তোলা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিরা প্রবেশ নিষিদ্ধ এলাকায় ঢুকেছিলেন। এঁদের মধ্যে একজন হলেন ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডর গিলস হোয়াইটেকার। যিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ছদ্মবেশে ইরানের ওই মরুভূমি অঞ্চলে গিয়েছিলেন।
আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ব্রাজিলীয় লাস্যময়ী মডেল, জানুন তাঁর আরেক পরিচয়
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য জানিয়েছে, জাইলস হোয়াইটেকার নামে ওই ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডরকে মধ্য ইরানে আরও কয়েকজন কূটনৈতিকের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। হোয়াইটেকার ২০১৮ সাল থেকে ইরানের রাজধানী তেহরানে ডেপুটি হেড অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ইরান সরকার ঠিক কতজনকে গ্রেফতার করেছে, তা জানা যায়নি।
আরও পড়ুন : সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল....
তবে ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসাডরের গ্রেফতারির খবর স্বীকার করেনি ব্রিটেন। ব্রিটেনের বিদেশ মন্ত্রকের অফিসের তরফে জানানো হয়েছে ডেপুটি অ্যাম্বাসাডরের গ্রেফতারির খবর সর্বৈব মিথ্যা।
+ There are no comments
Add yours