মাধ্যম নিউজ ডেস্ক: যমজ সন্তানের (Isha-Anand Twin) জন্ম দিলেন মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। খুশির হাওয়ায় মেতেছে আম্বানি-পিরামল দুই পরিবার। সন্তান- মা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ইশা । নবাগতদের নামও ঠিক করে ফেলেছে সুই ধনকুবের পরিবার। ধনকুবের আনন্দ পিরামলের স্ত্রী ইশা আম্বানির যমজ সন্তানের নাম আদিয়া ও কৃষ্ণা। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নাম। ভারতীয় জ্যোতিষ অনুসারে আদিয়া মানে ভগবানের সম্পদ।
উল্লেখ্য ২০১৮ সালে ইশার সঙ্গে বিয়ে হয় আনন্দের। তারপর থেকে দুজনেই ছিলেন নিজের নিজের ক্ষেত্রে ব্যস্ত। আনন্দের ঘরনী হয়েও ইশা আম্বানি পরিবারের ব্যবসা সামলেছেন। এর আগে এক রাজকীয় আয়োজনে ইশার সঙ্গে হীরে ব্যবসায়ী পরিবারের সন্তান আনন্দের বিয়ে হয় মুম্বইতে। আম্বানি পরিবারের বাসস্থান আন্টালিয়ায় বসেছিল বিয়ের আসর। বিয়ের আগের অনুষ্ঠান হয়েছিল রাজস্থানে। সেখানে বহু দেশ বিদেশের নামী ব্যক্তিত্বের সমাহার হয়েছিল। এরপর বিয়ের আসরেও দেশের নামী রাজনীতিবিদ থেকে ফিল্মতারকা সকলেরই নিমনন্ত্রণ ছিলেন।
আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির
প্রসঙ্গত, মুকেশ আম্বানির কন্যা ইশা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি গুরুত্ব পূর্ণ অংশ। রিলায়েন্সের ব্যবসায়িক নানান দিকে পরিচালনার দায়িত্ব তাঁর ওপর। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স-এর বিশেষ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন ইশা। অন্যদিকে, পিরামলগ্রুপের ফিনান্সিয়াল সার্ভিসের সামলান আনন্দ পিরামল। আর তাঁদেরই ঘর আলো করে এল যমজ সন্তান।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) জামাই আনন্দ পীরামল অর্থনীতিতে স্নাতক। এছাড়া আম্বানির বিজনেস অ্যাডিমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। রিয়েল এস্টেট সংস্থা পীরামল রিয়েলটির মালিক আনন্দ। গ্রামীণ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবার প্রদানের জন্যে পীরামল স্বাস্থ্য হেলথ কেয়ার (piramal health care) প্রতিষ্ঠা করেন। সেখানে প্রতিদিন ৪০ হাজার রোগীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours