ISRO: তিন উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার লক্ষ্যে সফল উৎক্ষেপণ ইসরোর

ISRO

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সাফল্যের তালিকায় এক নয়া সংযোজন। শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে একসঙ্গে তিনটি উপগ্রহ লঞ্চ করল ইসরো (ISRO)।

ইসরো প্রধান এস সোমানাথ একটি লাইভস্ট্রিমের মাধ্যমে জানান, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নামক রকেটটি স্যাটেলাইট EOS-07 (আর্থ-অবজারভেশন স্যাটেলাইট-07), জানুস-1 এবং AzaadiSAT-2 কে ৪৫০ কিলোমিটার কক্ষপথে স্থাপন করেছে। ইসরোর (ISRO) মতে, SSLV ব্যবহার করা হয় ৫০০ কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইটকে তার কক্ষপথে উৎক্ষেপণ করতে। ইসরো জানিয়েছে, তিনটি স্যাটেলাইট ৪৫০ কিলোমিটার দূরে একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে।

 

এদিন সকাল ৯টা ১৮ মিনিটে এই নতুন রকেট উৎক্ষেপণ করা হয়। এই রকেট অত্যন্ত কম খরচে তৈরি করা হয়েছে। এটাই এই রকেটের বিশেষত্ব। সহজেই একাধিক উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করতে পারে এই রকেট।

আরও পড়ুন: শনিবার বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি! কাটোয়া ও কাঁথিতে সভা করবেন নাড্ডা

প্রসঙ্গত, এর আগে ইসরো গত বছরের নভেম্বরে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট ও আটটি ন্যানো স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠিয়েছে। সম্প্রতি বাণিজ্যিক ভাবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তারই অঙ্গ হিসেবে এই ধরনের পরিকল্পনা।   

ইসরোর পরিকল্পনায় একাধিক অভিযান 

সম্প্রতি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করেছেন, আরও একধাপ এগিয়ে নতুন চন্দ্রাভিযানের সঙ্গে সঙ্গে সৌর অভিযানের পদক্ষেপও নিচ্ছে ইসরো (ISRO)। তিনি জানিয়েছেন, “আসলে পৃথিবীর আশপাশে এই ব্রহ্মাণ্ডে কী ঘটে চলেছে, তা বোঝা খুবই দরকারি। আদিত্য-এল১ এই লক্ষ্যে কাজ করে চলেছে। ১৫ বছর আগে VELC একটি ধারণা দিয়েছিল মাত্র। এবার তার জটিল, যৌগিক স্তরগুলি আমাদের বুঝতে হবে। ইসরো ও আইআইএ-র মধ্যে সমন্বয় করে কাজ করার জন্য এটাই সবচেয়ে ভাল বিষয়।” আগামী জুন বা জুলাই মাসে এই অভিযান শুরু হতে পারে। এই কাজে ইসরোকে সাহায্য করতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। মঙ্গল জয়েরও প্রস্তুতি নিচ্ছে ইসরো। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share