ITI Apprentice Jobs: স্টাইপেন্ড সহ মাধ্যমিক পাশ ১৮০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে নেভাল এয়ারক্র্যাফট ও শিপ রিপেয়ার ইয়ার্ড

WhatsApp_Image_2022-11-04_at_449.50_PM

মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা, কর্নাটকের (Karnataka) কারওয়ারের নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এবং গোয়ার (Goa) নেভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড ১৮০জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস, ১৯৯২ অনুসারে, আইটিআইয়ের (ITI) বিভিন্ন ট্রেডে। আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে যে ট্রেডের প্রশিক্ষণের জন্য আবেদন করা হবে, সেই ট্রেডে ৬৫% নম্বর সহ আইটিআই পাশ করে থাকতে হবে। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার বিষয়গুলি হল, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স। www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে আপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি প্রিন্ট বের করতে হবে‌। প্রিন্টের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি পোস্টের মাধ্যমে (মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, আইটিআইয়ের প্রতি সেমিস্টারের রেজাল্ট এবং ফাইনাল মার্কশিটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, শারিরীক প্রতিবন্ধকতার সার্টিফিকেট) পাঠাতে হবে ২১ শে নভেম্বর এর মধ্যে। নিম্নলিখিত ঠিকানায়।

The officer-in-charge, Dockyard Apprentice school, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka – 581308 .

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ০১-০৪-২০২৩ অনুযায়ী ১৪ থেকে ২১ বছরের মধ্যে। তফসিলি জাতি এবং উপজাতিরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

দৈহিক মাপজোক: প্রার্থীর অবশ্যই ১৫০ সেমি উচ্চতা থাকতে হবে। শারীরিক ওজন ন্যূনতম ৪৫ কেজি হতে হবে। ছাতি ৫ সেমি অবধি ফোলানোর ক্ষমতা থাকতে হবে‌। দৃষ্টিশক্তি ৬/৬ থেকে ৬/৯ এর মধ্যে হতে হবে। চশমা-সহ ৬/৯ পর্যন্ত সংশোধন যোগ্য।

স্টাইপেন্ড:

যাঁরা ১ বছরের আইটিআই কোর্স করেছেন তাঁরা প্রতিমাসে ৭,৭০০টাকা এবং যাঁরা ২ বছরের আইটিআই কোর্স করেছেন তাঁরা প্রতিমাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন।

প্রশিক্ষণ কোন কোন বিষয়ে দেওয়া হবে:

১) নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, কারওয়ার, কর্নাটক। এখানে ট্রেড অনুসারে আসন সংখ্যা রয়েছে যথা- কার্পেন্টার ১৪টি, ইলেকট্রিশিয়ান ১৫টি, ইলেকট্রনিক্স মেকানিক ১৯টি, ফিটার ১৮টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনট্যান্স ৪টি, ইন্সট্রুমেন্ট মেকানিক ৯টি, মেশিনিস্ট ৪টি, মেকানিক্যাল ডিজেল ১৪টি, মেকানিক মেশিন টুল মেইনটেন্স ৯টি, মেকানিক মোটর ভেহিকেল ৪টি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি ৫টি, পেইন্টার ৪টি, প্লাম্বার ৯টি, শীট মেটাল ওয়ার্কার ১১টি, টেলর জেনারেল ২টি, ওয়েল্ডার ৯টি।

২) নেভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড, গোয়া। এখানে মোট আসন রয়েছে ৩০টি। প্রশিক্ষণ দেওয়া হবে এই সমস্ত ট্রেডে। কার্পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান এয়ারক্র্যাফট, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্স, ইন্সট্রুমেন্ট মেকানিক, ইন্সট্রুমেন্ট এয়ারক্র্যাফট, মেশিনিস্ট, প্লাম্বার, পাইপ ফিটার, পেইন্টার, শীট মেটাল ওয়ার্কার এবং ওয়েল্ডার ‌।

আরও পড়ুন: ২১ জন নয়, ২০১৪-১৭-র ‘লক্ষাধিক’ টেট অনুত্তীর্ণ পরীক্ষায় বসতে পারবেন! কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share