Japan Population: জাপান সরকারের অফার! টোকিও ছাড়লেই নাগরিকরা পাবেন ১০ লক্ষ ইয়েন, কেন জানেন?

basketball

মাধ্যম নিউজ ডেস্ক: জাপান সরকার সে দেশের নাগরিকদের (Japan Population) টোকিও ছেড়ে যেতে বলছে! শুধু তাই নয় টোকিও ছাড়ার জন্য প্রত্যেকটি পরিবারকে ১০ লক্ষ ইয়েন মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৩৪,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। টোকিও ছেড়ে তাদেরকে বিভিন্ন গ্রামে যেতে বলা হচ্ছে অথবা যে কোন ছোট শহরে। কিন্তু হঠাৎ কী এমন হলো? কারণটা হল টোকিও ব্যাপক জনঘনত্বপূর্ণ একটি শহর, এই শহরে জনসংখ্যার চাপ কমাতে চাইছে জাপান সরকার।

আরও পড়ুন: আফগানিস্তানে হামলা করলে ’৭১-এর পুনরাবৃত্তি হবে! পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

কোথায় স্থানান্তর করা হবে নাগরিকদের (Japan Population)

 নিজের নাগরিকদের এবং শিশুদেরকে নিরাপদ রাখতে টোকিও থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান, এই সিদ্ধান্ত জাপান সরকারের পক্ষ থেকে গত বছরের এপ্রিল মাসেই নেওয়া হয়।

জাপানের গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকরা এবং নীতি নির্ধারকরা বলছেন, জনসংখ্যা স্থানান্তরের পরে শহরে জনসংখ্যার (Japan Population) ঘনত্বটাও কমবে তার কারণ টোকিওতে জনঘনত্বের চাপ খুবই বেড়ে যাচ্ছিল এবং জাপানি নাগরিকরা (Japan Population) একটি উন্নত শহরের বদলে গ্রাম্য পরিবেশে থাকার অভ্যাস করতে পারবেন।

তবে যে সমস্ত পরিবার আর্থিক সুবিধা নেবেন এবং টোকিও ছাড়বেন তাঁদের জন্য কতগুলো শর্ত জাপান সরকার থেকে দেওয়া হয়েছে, যেমন গ্রাম অঞ্চলে যে নতুন বাড়িগুলি তাঁরা তৈরি করবেন সেখানে ন্যূনতম পাঁচ বছর থাকতে হবে। পরিবারের একজন সদস্যকে অবশ্যই কাজের সঙ্গে যুক্ত হতে হবে এবং এই সময়ের মধ্যে যে কোনও একটা নতুন ব্যবসা খোলার পরিকল্পনা রাখতে হবে। জাপানের ১৩০০ টি বিভিন্ন পৌরসভা এই প্রকল্পের অন্তর্গত রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে যে এই প্রকল্পের জন্য অর্ধেক অর্থ জাপানের যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেখান থেকে দেওয়া হবে এবং বাকি অর্ধেক অর্থ স্থানীয় পৌরসভাগুলির কাছ থেকে আসবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share