মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্ন ছিল তারুণ্য না অভিজ্ঞতা? উত্তর মিলল। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টি-২০ বিশ্বকাপে জশপ্রীত বুমরাহর পরিবর্তে মহম্মদ শামিকে (Mohammed Shami)মূল স্কোয়াডে নিল বিসিসিআই । ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022)। ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া রওনা দেওয়া ঠিক আগে চোট পান ভারতীয় দলের মুখ্য পেসার জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপ দলে পরিবর্তনের শেষ তারিখ ১৫ অক্টোবর। তার আগে শুক্রবার বুমরাহর পরিবর্তে শামির নাম ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। সেইসঙ্গে জানান হয়েছে, ব্যাকআপ পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।
🚨 NEWS 🚨: Shami replaces Bumrah In India’s ICC Men’s T20 World Cup Squad. #TeamIndia | #T20WorldCup
Details 🔽https://t.co/nVovMwmWpI
— BCCI (@BCCI) October 14, 2022
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‘পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জশপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে মহম্মদ শামির নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন শামি এবং ওয়ার্ম-আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।’ উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। দু’দিন পর (১৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ আছে রোহিত শর্মাদের।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
চোট পেয়ে ছিটকে যাওয়া বুমরাহর জায়গায় বিশ্বকাপের দলে এসেছেন মহম্মদ শামি। বাংলার বোলারকে নিয়ে দলনায়ক রোহিত বলেছেন, “মহম্মদ শামিকে ইদানীং খেলতে দেখিনি। তবে শুনেছি ও ভাল ছন্দে রয়েছে। রবিবার ব্রিসবেনে আমাদের অনুশীলন রয়েছে। সেখানে শামিকে দেখার জন্যে মুখিয়ে রয়েছি।” দীর্ঘদিন পর টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন মহম্মদ শামি। শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply