Joshimath: জোশীমঠের গৃহহীনদের ক্ষতিপূরণ দেওয়া শুরু, স্থানীয়দের আশ্বস্ত করলেন ধামি

pushkar_dhami_joshimath

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে জোশীমঠ (Joshimath) শহরকে ইতিমধ্যে ডুবতে থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শহরের অসংখ্য বাড়িতে দেখা দিয়েছে ফাটল। উদ্বিগ্ন হয়ে গৃহহীনরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন ক্যাম্পে। সরকার থেকে নির্ধারিত করা হয়েছে কিছু ২০০ এর উপর বাড়ি। 

কী বললেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী

এমত অবস্থায় জোশীমঠের (Joshimath) মাত্র ২৫ শতাংশ বাড়িতেই ফাটল ধরেছে বলে দাবি করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন যে অনেক ক্ষেত্রে গুজব রটানো হচ্ছে এতে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, গুজব কেউ রটাবেন না এবং গুজবে কানও দেবেন না। বুধবার রাতে ফের একবার জোশীমঠে (Joshimath) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে দেখা করেন তিনি, তাঁদের বাড়িতেও যান। জোশীমঠের (Joshimath) সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আজ অর্থাৎ বৃহস্পতিবার ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে। যাঁরা গৃহহীন হয়েছেন সে সমস্ত পরিবারগুলিকে প্রাথমিকভাবে ১.৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছে।

উত্তরাখন্ডের সমস্ত শহর এবার পরীক্ষা করা হবে

জোশীমঠ (Joshimath) থেকে ৮২ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগের বহুগুণা নগর এলাকায় অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং সেখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন যে উত্তরাখণ্ডের সমস্ত শহরগুলিকে পরীক্ষা করা হবে এবং দেখা হবে যে কোথাও জোশীমঠের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না! সমস্ত শহরকে পরীক্ষা করে জানা যাবে যে সেই সব শহর কতটা ওজন নিতে পারবে। এ বিষয়ে পদক্ষেপ খুব শীঘ্রই নেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। গত ২ জানুয়ারি থেকে এখনও অবধি জোশীমঠের (Joshimath) সাতশোরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চীন সীমান্তগামী সড়কও বাদ যায়নি  ফাটল থেকে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share