Kedarnath: কেদারনাথে মর্মান্তিক দুর্ঘটনা! ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

full

মাধ্যম নিউজ ডেস্ক: কেদারনাথে (Kedarnath) ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল তীর্থযাত্রী বহনকারী একটি হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলট-সহ ৭ জনের। তাদের মধ্যে চারজনই ছিলেন মহিলা। কেদারনাথ থেকে ২ কিলোমিটার দূরে গরুড় চট্টিতে ঘটেছে দুর্ঘটনাটি। এই ঘটনার পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টার দুর্ঘটনায় তীর্থযাত্রী এবং পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ১১টা ৪০-এর দিকে ফাটা এলাকা থেকে কেদারনাথের উদ্দেশ্যে হেলিকপ্টারটিতে রওনা হয়েছিলেন মোট ৮ জন। রুদ্রপ্রয়াগের (RudraPrayag) কাছে গরুড় চট্টির কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী কপ্টারটি। এখান থেকে কেদারনাথ (Kedarnath) মাত্র ২ কিলোমিটার দূরে। উদ্ধারকারী দলের সূত্রে জানা গিয়েছে, ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে ২ জন পাইলট (Pilot)। খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। আরও জানা গিয়েছে, গরুড় চট্টি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে কপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। এখনও চলছে উদ্ধারকাজ। ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তারও তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি ট্যুইটে জানিয়েছেন, ‘কেদারনাথের কাছে গরুড় চট্টিতে দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় কিছু লোকের হতাহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করছি। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ 

[tw]


[/tw]

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share