World Animal Day 2022: কেন ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয় জানেন ?

World-Animal-Day_ss_559680808-1

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় World Animal Day। প্রাণীদের জন্য এই দিনটি পালন করা হয়। জানা যায়, সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামের এক জার্মান লেখক ও প্রকাশক মেন্স উন্ড হুন্দ নামের একটি ম্যাগাজিনে বিশ্ব প্রাণী দিবস প্রকাশ করেছিলেন। তিনি প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এই দিবস উদযাপন করেন। এরপর ১৯২৯ সালে প্রথমবার এই দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়েছিল। এরপর ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এ দিবসের মূল উদ্দেশ্য হলো, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে এদের অবস্থার উন্নতি করা। প্রাণী কল্যাণ প্রসঙ্গে সকলকে সতর্ক করা। সাধারণত এই দিনে সকলকে পশু কল্যান প্রসঙ্গে সতর্ক করা হয়। পশু দিবস হল বিশ্বের সকল প্রাণীর অধিকার ও কল্যাণের জন্য পালিত হওয়া একটি আন্তর্জাতিক দিবস।  

তবে এই প্রাণী দিবসের গুরুত্ব কী?

প্রাণীদের সম্পর্কে সচেতন করার জন্যই এই দিনটি পালন করা হয়। এই জাতি, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দিবসটি বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে প্রতিটি দেশে পালন করা হয়। তবে, সর্বত্র এই দিন পালনের উদ্দেশ্য একটাই। তা হল, প্রাণী কল্যাণ প্রসঙ্গে সকলকে সতর্ক করা।

এই দিনটি তাৎপর্যপূর্ণ কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাণীরা কীভাবে আমাদের জীবনকে উন্নত করে তোলে। পশুদের প্রতি নৃশংস, নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীকে উদ্বুদ্ধ করাও হল এই দিনটির আরেকটি লক্ষ্য।

প্রতি বছর এই বিশেষ দিনে একটি করে থিম গ্রহণ করা হয়। এবছরের থিম হল Shared Planet। এর ফলে বোঝা যায়, পৃথিবী শুধুমাত্র মানুষের নয়, প্রতিটি প্রাণীরও।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share