Kolkata Airport: গুটখার প্যাকেটে ডলার পাচার, কলকাতা বিমানবন্দরে আটক ১

kolkata_airport

মাধ্যম নিউজ ডেস্ক: গুটখার প্যাকেটে বিদেশি মুদ্রা! এদিন কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এক যাত্রীর ট্রলি ব্যাগের মধ্যে অজস্র গুটখার প্যাকেট পাওয়া যায়। সন্দেহ হওয়ায় প্যাকেটগুলো খুলতেই বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকার বিদেশী মুদ্রা। রবিবার রাতে কলকাতার নেতাজী সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata Airport) এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে এমনভাবেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার করলেন বিমানবন্দরের কর্মীরা। সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার রাতের বিমানে ব্যাংকক-এর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এই যাত্রী। তল্লাশির সময় তার ট্রলি ব্যাগ খতিয়ে দেখেন বিমানবন্দরের (Kolkata Airport) কর্মীরা। সন্দেহ হতেই ওই ট্রলি ব্যাগ খোলা হয়, তারপরই উদ্ধার হয় অজস্র গুটখার প্যাকেট। সেই প্যাকেটের মধ্যেই লুকিয়ে রাখা ছিল বৈদেশিক মুদ্রা।

 কত টাকা উদ্ধার হল

শুল্ক দপ্তর সূত্রে জানা যাচ্ছে ওই যাত্রীর ব্যাগ থেকে যে গুটখার প্যাকেট পাওয়া গেছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রাতে ৩২ লক্ষ টাকারও বেশি।

এমন ঘটনার আরও নজির….

 শুল্ক দপ্তরের নজর এড়াতে অনেক পাচারকারী বিভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করে। বিমানবন্দর থেকে মাদক ও সোনা পাচারের এমন প্রয়াস প্রায়ই প্রকাশ্যে আসে। কয়েকদিন আগে নথি রাখার ফাইলের কভারের মধ্যে হিরোইন রাখা ছিল, আপাতদৃষ্টিতে ফাইল দেখে দেখে বোঝার কোনও উপায় নেই। আবার পোশাকের বোতামের মধ্যে কোকেন রাখা ঘটনাও সামনে এসেছে কয়েকদিন আগে। যেখানে ৪.৪৭ কেজি হিরোইন উদ্ধার করা হয়েছিল যার বাজার মূল্য বর্তমানে ৩১.২৯ কোটি টাকা।
আবার কয়েকদিন আগে ট্রলি ব্যাগে করে ৯১০০ টাকার মার্কিন ডলার পাচার করছিল এক ব্যক্তি, জানা গিয়েছিল ব্যাগের রডের মধ্যে ওই টাকা লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গত বৃহস্পতিবারই আবার মুম্বাই বিমানবন্দরে কয়েক লক্ষ টাকার বেআইনি সিগারেটের প্যাকেট আটক করেছে শুল্ক দপ্তর।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share