Kolkata: মহাকাশ থেকে কেমন দেখায় তিলোত্তমাকে? কলকাতার নতুন ছবি প্রকাশ বিজ্ঞানীদের

Kolkata

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশ থেকে কেমন দেখায় এই দেশকে? কেমনই বা দেখায় তিলোত্তমাকে (Kolkata)? বিজ্ঞানীরা পাঠালেন পূর্ব ভারতের ছবি। সুজলা-সুফলা মাটি এবং বহমান নদীর সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। 
এই ছবিতে আলাদা করে নজর কেড়েছে শহর কলকাতা। ২০৬ বর্গ কিমির কলকাতাকে বেশ চেনা যাচ্ছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে হুগলী নদী। কলকাতার ঠিক পাশেই শস্য-শ্যামলা বাংলাদেশ। সুন্দরবনকেও দেখাচ্ছে অসাধারণ। ছবিটির সঙ্গে প্রকাশিত একটি বিবৃতিতে আলাদা করে উল্লেখ করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান, বিশাল ম্যানগ্রোভ অরণ্যের কথা। বিবৃতিতে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা লিখেছে, ‘‘এটি সুসংরক্ষিত জঙ্গলকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এটি বেঙ্গল টাইগারের আঁতুড়ঘর। এখানে বিশাল ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে।’’

দেখা গিয়েছে, বাংলাদেশের বেশির ভাগ অংশই সবুজ। সেই সঙ্গে বিভিন্ন রকমের নীল রঙের আঁকিবুঁকি রয়েছে ছবিটিতে (Kolkata)। ওই অংশে নদী ও জলাশয়ের আধিক্য। খয়েরি রঙের আভাও দেখা গিয়েছে ছবিতে। চাষের বিস্তীর্ণ ক্ষেত্র ওই রঙে ধরা পড়েছে।

আরও পড়ুন: তিন উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার লক্ষ্যে সফল উৎক্ষেপণ ইসরোর    

ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার কোপারনিকাস সেন্টিনেল ২ মিশনে এই ছবি তোলা হয়েছে। এই মিশনে পৃথিবীর নানা অংশের ছবি তোলা হয়ে থাকে। মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে (Kolkata) কেমন দেখায় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেখানে কী ধরনের পরিবর্তন হচ্ছে তা নিরীক্ষণ করাই এই মিশনের মূল উদ্দেশ্য। জমি ও জলভাগের সমস্ত অংশেই উপগ্রহে তোলা ছবি খতিয়ে দেখে পৃথিবীর পরিবর্তনের স্বরূপ বোঝাই বিজ্ঞানীদের উদ্দেশ্য।

ছবিটি কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশন একই কক্ষপথে দুটি অভিন্ন উপগ্রহের নক্ষত্রপুঞ্জের অংশ। প্রতিটি স্যাটেলাইট একটি উদ্ভাবনী ওয়াইড সোয়াথ হাই-রেজোলিউশন মাল্টিস্পেকট্রাল ইমেজার বহন করে। 

উল্লেখ্য, এর আগে ফেসবুকে দীপাবলির আগে একটি ছবি ভাইরাল (Kolkata) হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল ছবিটি দীপাবলির আগে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি। ভাইরাল ছবিতে আলোকোজ্জ্বল ভারতের মানচিত্র দেখা যাচ্ছিল। ছবিটিকে ফেসবুকে অনেকেই শেয়ার করছিলেন, এই মনে করে যে এটি দীপাবলির উৎসবের ছবি। কিন্তু পরে জানা যায়, ছবিটি ভুয়ো।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

       
  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share