মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ-পৌষেই শীত বাড়ি ফেরার পথে। ডিসেম্বর মাসের শেষ থেকেই চলছে আবহাওয়ার খাম-খেয়ালিপনা। একবার ঠান্ডা-একবার গরম। সকালে কুয়াশা, পরে ফের পরিষ্কার আকাশ। জাঁকিয়ে শীতের মুখ এখনও দেখেনি কলকাতাবাসী। তাই ঠান্ডা উপভোগ করতে শীতবিলাসীরা পাড়ি জমিয়েছেন দার্জিলিং, কালিম্পং, কার্শীয়াংয়ে। যাঁদের হাতে সময় রয়েছে তাঁরা ছুটি কাটাতে গিয়েছেন হিমাচল, উত্তরাখণ্ড। কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে তা-ও বলতে পারছে না হাওয়া অফিস।
জাঁকিয়ে শীতের দেখা নেই
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর,আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে শীতল হওয়ারও দাপট থাকবে। তাই বছর শেষ ও বর্ষবরণে শীতের ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। শনিবার সকালে শুক্রবারের থেকে বেশ কিছুটা তাপমাত্রা বেড়েওছে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা।
আরও পড়ুন: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?
দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে প্রায় উধাও শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক অবস্থা হচ্ছে মাঝেমাঝেই। আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রা ওঠানামা করলেও স্বাভাবিকের খুব নীচে নামবে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ায় কিছুটা গতি কমলেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে। নেই বৃষ্টির সম্ভাবনাও। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply