Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ধর্ষণ, খুন করে ঝুলিয়ে দেওয়া হল দুই দলিত কন্যাকে, অভিযুক্ত ৬ মুসলিম যুবক

Lakhimpur

মাধ্যম নিউজ ডেস্ক: আট বছর আগের সেই ভয়ানক স্মৃতি ফিরে এল উত্তরপ্রদেশে। বদায়ুঁর ঘটনারই পুনরাবৃত্তি লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। বুধবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন এনকাউন্টারে জখম হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে, বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে পি মৌর্য। এই ঘটনা নিয়ে রাজনীতি না করে বিরোধীদের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি। 

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার নিঘাসন এলাকায় একটি মাঠে  গাছের ওপর থেকে উদ্ধার হয় দুই বোনের ঝুলন্ত দেহ । উদ্ধার হওয়া দুটি  মেয়েই  দলিত সম্প্রদায়ের। একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মৃতদের পরিবারের তোলা অপহরণের অভিযোগ মানতে নারাজ পুলিশ। তদন্তকারীদের দাবি, নিহত কিশোরীদের সঙ্গে আগে থেকেই আলাপ ছিল ধৃতদের।

আরও পড়ুন: চিন-সীমান্তে একটি সমস্যার সমাধান হয়েছে, এখনও অনেক পথ বাকি! দাবি জয়শঙ্করের

লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন (SP Lakhimpur Kheri Sanjeev Suman) জানিয়েছেন, ধৃত ছয় যুবকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল নিহত নাবালিকাদের। ধৃতরা ওই কিশোরীদের পাশেরই একটি গ্রামে থাকত। ছোটু নামে এক প্রতিবেশী ওই বোনের সঙ্গে অভিযুক্তদের আলাপ করিয়ে দেয়। বুধবার দুই বোনকে গ্রামের কাছে আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধৃত সোহেল এবং জুনেইদ। বিয়ের জন্য চাপ দেওয়াতে শ্বাসরোধে ওই দুই যুবক এবং তাঁদের একবন্ধু দুই নাবালিকাকে খুন করে। এরপর আত্মহত্যার ছক সাজানোর জন্য তাদের দেহ ঝুলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: হিন্দি ভাষা কারও প্রতিদ্বন্দ্বী নয়, বরং বন্ধু, বললেন অমিত শাহ

ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। ঘটনায় কংগ্রেস, সমাজবাদী পার্টি রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করেছে। তবে, এই মর্মস্পর্শী ঘটনা নিয়ে রাজনীতি না করার কথা বলেছেন রাজ্যের অপর উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও। তিনি বলেন,”অভিযুক্তরা শাস্তি পাবে। তাদের বিচার চলবে ফাস্ট ট্র্যাক কোর্টে। অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে। যারা দোষী, তারা কঠোরতম শাস্তি পাবে। এমন শাস্তি দেওয়া হবে, যা সকলের মনে থাকবে।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share