Sourav Ganguly: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

sourav2

মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশব্দেই হাত বদল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটন গেল অন্য হাতে। নব নির্বাচিত সভাপতি রজার বিনি (Roger Biny) বিনা প্রতিদ্বান্দ্বিতায় মসনদে বসলেন। আর বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সবার নজর ছিল সৌরভের দিকে। কিন্তু তিনি ছিলেন নির্লিপ্ত, শান্ত ও স্থিতধি। দেখে বোঝার উপায় ছিল না, গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে বিশাল ঝড়। বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) থেকে তাঁর সরে যাওয়া নিয়ে রাজনীতির কারবারিরা ময়দানে নেমে পড়েছিলেন। তবে সৌরভকে দেখে মনে হয়নি, তিনি এই বিষয়গুলিকে খুব একটা পাত্তা দিচেছন। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বোর্ডের বার্ষিক সভায় একাই প্রবেশ করেন মহারাজ। তাঁর হাতে ছিল কিছু দলিল দস্তাবেজ। গত তিন বছর ধরে তাঁর জামানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফল্যের পরিসংখ্যান তিনি তুলে ধরেন ভরা সভায়। প্রশংসীত হয়েছেন। সভা শেষে সৌরভ অবশ্য সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি। নিজের বক্তব্য জানিয়ে হোটেল ছাড়েন মহারাজ। যাওয়ার আগে বলেন, ‘রজার বিনিকে শুভেচ্ছা। আশা করব, নতুন কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরও সাফল্য আসবে।’

আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর আরও তিন বছর বোর্ড সভাপতি থাকতে পারতেন মহারাজ। ইচ্ছাও ছিল। কিন্তু বিসিসিআইয়ে এমন নজির নেই। অতীতে কোনও সভাপতি পর পর দু’টি টার্ম পাননি। তাই দ্বিতীয়বার বোর্ড সভাপতি হতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই হতাশ সৌরভ ও তাঁর অনুগামীরা। তবে প্রাক্তন ভারত অধিনায়ক, আগামী দিনে আরও বড় কিছু করার বার্তা দিয়েছেন। তাই অনেকের মনে প্রশ্ন, সৌরভ কি তাহলে আইসিসি চেয়ারম্যান হবেন? কিন্তু বোর্ডের সভায় এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। ২০ অক্টোবর আইসিসি’র (ICC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব কিছু দেখে মনে হচেছ ভারতীয় বোর্ড হয়তো এবার কাউকে প্রার্থী করবে না। সেক্ষেত্র পূর্ব ঘোষণা মতো ফের সিএবি সভাপতি (CAB President) পদেই দেখা যাবে সৌরভকে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share