Layoff: এবার কর্মী ছাঁটাইয়ের পথে আইবিএম, চাকরি যেতে পারে ৩৯০০ জনের

IBM

মাধ্যম নিউজ ডেস্ক: গুগল, মেটার পর এবার কর্মী ছাঁটাই- এর পথে হাঁটতে চলেছে আইবিএম (Layoff)। বছরের শুরুতেই ৩৯০০ জন কর্মীকে ছাঁটাই করতে পারে বহুজাতিক সংস্থাটি। নিজেদের প্রত্যাশিত আয়ের টার্গেট পূরণে ব্যর্থ হয়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইবিএম। জানা গিয়েছে আইবিএম তাঁর বার্ষিক যে আর্থিক সম্পদ বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল চতুর্থ ত্রৈমাসিকে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

 

কী জানিয়েছে আইবিএম? 

সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া (Layoff) সাক্ষাৎকারে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জেমস ক্যাভানভ জানিয়েছেন, “গত দু থেকে আড়াই বছর আমরা বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের নিয়োগ করেছিলাম। কর্মী নিয়োগের পরেও সংস্থায় রাজস্বে প্রচুর পরিমাণ ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তাই, সংস্থার স্বার্থে এবং রাজস্ব সংগ্রহে ভারসাম্য আনতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”  

সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, আইবিএম (Layoff) তাদের মোট সম্পত্তি বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সংস্থা সেই সব ক্ষেত্রে জোর দেবে, যেখান থেকে বেশি রাজস্ব সংগ্রহ করা যেতে পারে। কর্মী ছাঁটাইয়ের ফলে আইবিএমের কিছু পরিমাণ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবু তারা সেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত। কর্মী ছাঁটাইয়ের পরেও আইবিএম গ্রাহক পরিষেবা সংক্রান্ত গবেষণা এবং গ্রাহক সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য কর্মী নিয়োগ বজায় থাকবে। সংস্থার কোন কোন ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হবে, সে ব্যাপারে সংস্থার তরফ থেকে সুনির্দিষ্টভাবে কিছু হলা হয়নি।

আরও পড়ুন: মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন তাপস-কুন্তল, একে অপরকে দোষারোপ 
 
প্রসঙ্গত, বিশ্ব জুড়ে আর্থিক মন্দার (Layoff) আশঙ্কায় ইতোমধ্যেই বহু সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কর্মী ছাঁটাই করেছে ট্যুইটার, গুগল, মেটা। কর্মী ছাঁটাই করেছে মার্কিন সংবাদ সংস্থাগুলিও। কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশন কর্প গত নভেম্বরে তাদের আর্থক বৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে।    

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share