CDS Anil Chauhan: দায়িত্বভার তুলে নিলেন সিডিএস অনিল চৌহান, সামনে কোন কোন চ্যালেঞ্জ?

Anil_Chauhan

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) পদের দায়িত্বভার তুলে নিলেন জেনারেল অনিল চৌহান (Anil Chauhan)। দেশের তিন প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব এখন তাঁর কাঁধে। নতুন দায়িত্ব পাওয়ার পর দেশের নতুন সিডিএস জেনারেল (CDS General) চৌহান জানান, যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলার জন্যে দেশের তিন বাহিনীকে প্রস্তুত করবেন তিনি।

দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর অনিল চৌহান এই দায়িত্ব পেলেন। দায়িত্বভার গ্রহণ করার পর চৌহান বলেন,  “ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদের দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে তিন প্রতিরক্ষা বাহিনীর কাছ থেকে প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমরা একসঙ্গে সমস্ত চ্যালেঞ্জ এবং অসুবিধা মোকাবেলা করব।”

সিডিএসের দায়িত্ব নেওয়ার আগে, সিডিএস চৌহান ইন্ডিয়া গেট স্মৃতিসৌধ কমপ্লেক্সে ভারতের শহিদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাইসিনা হিলের সাউথ ব্লকের লনে তাঁকে ত্রি-সেবা গার্ড অব অনার দেওয়া হয়। সিডিএস হিসেবে জেনারেল চৌহানের প্রাথমিক কাজ প্রতিরক্ষা বাহিনীর তিনটি বিভাগের মধ্যে সমন্বয় আনতে থিয়েটারাইজেশন মডেল বাস্তবায়িত করা। গত বছর তিনি বিপিন রাওয়াতের নেতৃত্বে রোলআউটের জন্য থিয়েটারাইজেশন পরিকল্পনার উপর স্বাধীন গবেষণা চালানোর পরামর্শ দিয়েছিলেন। 

আরও পড়ুন: দেশের নয়া সিডিএস হচ্ছেন অনিল চৌহান, জানেন তিনি কে?

সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডকে নেতৃত্ব দেওয়ার পর গত বছরের ৩১ মে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর নেন অনিল চৌহান। অবসর নেওয়ার পর, তিনি জাতীয় জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পূর্ব লাদাখে সম্প্রতি ভারত-চিন মুখোমুখি সংঘর্ষের সময় তাঁকে শীর্ষপদে নিয়োগ করা হয়। অনিল চৌহান সামরিক বিষয় বিভাগের উপদেষ্টা পদের দায়িত্বও সামলেছেন। এবার তিনি দেশের শীর্ষ সামরিক কর্তার দায়িত্বে। দেশের সিডিএস হিসেবে নির্বাচিত করার জন্য, চৌহানকে থ্রি-স্টার থেকে ফোর-স্টার জেনারেল পদে উন্নীত করা হয়। এক কথায়, তিনি বর্তমানে স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা প্রধানদের বস।

থিয়েটারাইজেশন পরিকল্পনা অনুসারে, প্রতিটি থিয়েটার কমান্ডে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিশেষ ইউনিট থাকবে। এই ইউনিটগুলো মূলত অপারেশন কমান্ডারের অধীনে একটি নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বে থাকবে। যে কোনও ধরনের সমস্যার মোকাবিলা করবে। এক বছর আগেই তিনি বিপিন রাওয়াতকে এই বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই কাজ শেষ করে যেতে পারেননি জেনারেল রাওয়াত। বর্তমানে তিন বাহিনীর মোট ১৭টি কমান্ড রয়েছে। একটি এয়ার ডিফেন্স কমান্ড এবং মেরিটাইম থিয়েটার কমান্ড তৈরির জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জেনারাল চৌহান পূর্ব সেনা কমান্ডার পদের দায়িত্বে থাকাকালীন অরুণাচল প্রদেশ এবং সিকিম সেক্টরে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর ভারতের সামরিক প্রস্তুতি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের দায়িত্বে ছিলেন তিনি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share