মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক , উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন পরিষেবা দেবে মেট্রো রেল (Metro Railway)। মঙ্গলবারই এই ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ৪ মার্চ পর্যন্ত। অন্যদিকে ১৪ মার্চ শুরু হবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে পরীক্ষার সময় শনিবার করে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। মেট্রো রেল সূত্রে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর ট্রেন চালাবে মেট্রো। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষকরা যাতে পরীক্ষা কেন্দ্রে যথা সময়ে পৌঁছতে পারেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময়পর্বে সপ্তাহের দিনগুলিতে সকাল ৯টা থেকে রাত ১০টা ১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর অন্তর ট্রেন চালাবে মেট্রো। এই সময়পর্বে শনিবারগুলিতে (২৫ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১৮ মার্চ এবং ২৫ মার্চ) ৪টি আপ ও ৪টি ডাউন ট্রেনের বিশেষ পরিষেবা পাবে পরীক্ষার্থীরা। এর পাশাপাশি ২৩৪টি ট্রেনের স্বাভাবিক পরিষেবা যেমন জারি থাকে, তা সেই মতোই পাওয়া যাবে। জানা গেছে, ৮টি স্পেশ্যাল ট্রেনের পরিষেবার মধ্যে ৪টি (২টি আর ও ২টি ডাউন) সকাল ১০টা থেকে রাত দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত ৪টি (২টি আর ও ২টি ডাউন) ট্রেন চলবে।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানায় মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)
এদিনের সাংবাদিক সম্মেলনে আসন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বসতে চলা সকল পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে মেট্রো রেল (Metro Railway)।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে সমস্যায় না পড়ে, সে কথা মাথাই রেখে পূর্ব রেলও ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যবস্থা করেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours