Migratory Bird: একটানা সাড়ে ১৩ হাজার কিমি উড়ে বিশ্বরেকর্ড গড়ল এই পরিযায়ী পাখি

hhh

মাধ্যম নিউজ ডেস্ক: এক উড়ানে আলাস্কা থেকে অস্ট্রেলিয়া! দূরত্বটা বোঝা যাবে যদি এটাকে কিলোমিটারে প্রকাশ করি ১৩,৫৬০ কিলোমিটার। বার-টেইলড গডউইট (Limosa lapponica) পাখির এই উড়ান নতুন রেকর্ড তৈরি করল। এই উড়ান রেকর্ড ইতিমধ্যে স্থান পেয়েছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। বার-টেইলড গডউইট পাখির (Migratory Bird) একটি নম্বরও আছে সেটি হল  “২৩৪৬৮৪”।

আরও পড়ুন: নিজেকে নেকড়ে বাঘের আদলে সাজালেন জাপানি নাগরিক, খরচ হল ১৮.৫ লাখ টাকা

কবে থেকে শুরু হয়েছিল পাখিটির (Migratory Bird) যাত্রা

 মোট ১১ দিনের এই যাত্রাপথে বার-টেইলড গডউইট পাখি (Migratory Bird) না তো একবারও থেমেছে না তো কোথাও বিশ্রাম নিয়েছে। মাঝখানে কোথাও খাদ্যগ্রহণও করেনি। ধারাবাহিকভাবে ১১ দিন ধরে এমন যাত্রা আগে কোনও পাখির ক্ষেত্রে দেখা যায়নি।
লন্ডন থেকে নিউইয়র্ক পর্যন্ত মোট আড়াইবার যাতায়াত হয়ে যেত বার-টেইলড গডউইট পাখির (Migratory Bird) এই যাত্রাপথের দূরত্বে। পাখিটির পিঠের নিচের অংশে একটি ডিভাইস লাগানো রয়েছে যা স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত। স্যাটেলাইটের মাধ্যমে জানা যাচ্ছে পাখিটির যাত্রা শুরু হয়েছিল ১৩ অক্টোবর ২০২২। ১১ দিন পরে পাখিটি মাটিতে অবতীর্ণ হয়।
এতদিন ধরে দীর্ঘ উড়ানের রেকর্ড ছিল ২১৭ মাইলের, যেটি ২০২০ সালে সম্পন্ন হয়েছিল। এই গোত্রেরই একটি পাখির (Migratory Bird) দখলে ছিল এই রেকর্ড। একজন পক্ষী বিশেষজ্ঞ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে জানিয়েছেন যে পাখিটির উড়ানের (Migratory Bird) ফলে তার শরীরে অর্ধেকের থেকে বেশি ওজন কমে গেছে।

আরও পড়ুন:গগনযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো

 অন্যান্য যেকোনও ছোট লেজ বিশিষ্ট পাখি জলে অবতরণ করতে পারে এবং জল থেকেই খাদ্য সংগ্রহ করতে পারে। কিন্তু বার-টেইলড গডউইট পাখি (Migratory Bird) যদি জলে অবতীর্ণ হয় তাহলে সেটি মারা যাবে, এটা বিশেষজ্ঞরা বলছেন। কোনভাবে যদি সমুদ্রের সংস্পর্শে আসে এই পাখি তাহলেই এই পাখির মৃত্যু হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share